আবারও কনের সাজে শ্রাবন্তী, কারণ খোলসা করলেন নিজেই

Published : Feb 04, 2020, 04:09 PM ISTUpdated : Feb 04, 2020, 04:42 PM IST
আবারও কনের সাজে শ্রাবন্তী, কারণ খোলসা করলেন নিজেই

সংক্ষিপ্ত

কনের সাজে শ্রাবন্তী নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী কারণ খোলসা করলেন নিজেই শেয়ার করলেন জোড়া ভ্রুর নাচ

পরণে বেনারসি, সিথিতে সিঁদুর, হাতে শাখা-পলা, গা ভরা গহনা... প্রকাশ্যে এল শ্রাবন্তীর কোনে সাজে লুক। ২০১৯-এই রোশনের সঙ্গে চুপিসারে বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী। বিয়ের পর সামনে এনেছিলেন ছবি। তবে এখনও কাটেনি এক বছর। এরই মাঝে আবারও কী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। 

আরও পড়ুনঃ বলিউডে যিশুর ব্যাটিং, শুরু হল ভূমির সঙ্গে পরবর্তী ছবির শ্যুটিং

 

 


না, ছবি দেখে নতুন কনে মনে হলেও, বিয়ে নয়, শ্যুটিং সেটেই বাস্তবে নয়। কেন এমন সাজ জল্পনা এড়াতে নিজেই খোলসা করলেন শ্রাবন্তী। চলছে পরবর্তী ছবির শ্যুটিং। সেই জন্যই এমন লুকে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির ক্যাপসানে তিনি লিখলেন আজব প্রেমের গল্প। সেই ছবিতেই শ্রাবন্তীকে কনের সাজে দেখা যাবে। বিয়ের পর আবারও চেনা ছকে ফিরলেন অভিনেত্রী।

 

 

শ্রাবন্তীর হাতে এখন একাধিক ছবির প্রস্তাব। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে শ্রাবন্তীর। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দাতেও পাল্লা দিয়ে সকলের নজর কাড়ছেন তিনি। সম্প্রতি একটি নাচের রিয়ালিটি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। বিয়ের পর বেশ আছেন অভিনেত্রী, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন ভক্তদের জন্য। এবার কনের সাজে ছবি ভাইরাল হল নেট পাড়ায়। 
 

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?