রোশনের সঙ্গে প্রথম পুজো, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েই পুজোয় মাতলেন শ্রাবন্তী

Published : Oct 03, 2019, 04:40 PM IST
রোশনের সঙ্গে প্রথম পুজো, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েই পুজোয় মাতলেন শ্রাবন্তী

সংক্ষিপ্ত

রোশনের সঙ্গে বিয়ের পর শ্রাবন্তীর প্রথম পুজো তৃতীয়া থেকেই মাতলেন পুজোয় নতুন পোশাক পড়ে শেয়ার করলেন ভিডিও  শারদীয়ার শুভেচ্ছাও জানালেন সবাইকে

পুজোর আমেজে গা ভাসিয়েছে কলকাতাসহ পুরো রাজ্য। শপিং-প্যান্ডেল হপিং, তালিকা থেকে বাদ পড়বে না কিছুই। তাই সকলের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি সেলিব্রিটিরাও। নতুন পুোশাক পরে মণ্ডপে মণ্ডপে তাঁরাও বেড়িয়ে পড়বেন পুজোয় মেতে উঠতে। সেই তালিকা থেকে বাদ পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

তৃতীয়াতেই শুরু হল শ্রাবন্তীর পুজো। এই দিনই নিজেকে সাজিয়ে নিলেন পুজোর সাজে। চতুর্থী থেকে শুরু করবেন পুজোয় ঘোরা। প্রকাশ্যেই ভক্তদের শারদীয়ার শুভেচ্ছা জানালেন তিনি। শেয়ার করলেন একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই সকলের নজর কাড়ল। 

 

 

পুজোর সাজে এদিন নজর কাড়লেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে বিয়ের পর এই তাঁর প্রথম পুজো। ফলে বোঝাই যায় এবার অভিনেত্রীর পুজো ঘিরে পরিকল্পনা প্রচুর। তৃতীয়া থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর নতুন পোশাক পরা। সোশ্যাল মিডিয়ার পাতায় এদিন ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানান, 'পুজো এসে গিয়েছে, আমি সেজে ফেলেছি। একটি ঠাকুর দেখেও ফেলেছি। আশা করি সকলেই পুজোয় খুব মজা করবেন। ঠাকুর দেখাও শুরু হয়ে গিয়েছে সকলের। সকলে অনেক অনেক ছবি শেয়ার কর সোশ্যাল মিডিয়ায়। আমিও দেখতে চাই সকলে কেমন সাজল। পুজো খুব ভালো কাটুক। সবাই ভালো থেকে।'

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?