নবরাত্রির সন্ধ্যায় গরবা-তে মাতলেন প্রিয়ঙ্কা, মুহুর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল ভিডিও

Published : Oct 02, 2019, 04:57 PM IST
নবরাত্রির সন্ধ্যায় গরবা-তে মাতলেন প্রিয়ঙ্কা, মুহুর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল ভিডিও

সংক্ষিপ্ত

গরবা নেচে সকলের মন জয় করলেন প্রিয়ঙ্কা সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ছড়িয়ে পড়ল ভিডিও ছবির প্রমোশনে এসে গরবা শিখলেন প্রিয়ঙ্কা দেখে নিন ভাইরাল ভিডিও

গুজরাতে এখন চলছে নবরাত্রি। সেই উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সেজে উঠছে গুজরাতের ওলিগলি। জমায়েত হয়ে চলছে গরবাতে গা ভাসানোর পালা। দেশীয় পোশাক, হাতে লাঠি, অনুষ্ঠানে মেতে উঠেছেন সকলেই।

এমনই পরিস্থিতিতে হঠাতই হাজির প্রিয়ঙ্কা চোপড়া। মুহুর্তের মধ্যে বলদে গেল গরবার পরিবেশ। সকলেই মেতে উঠলেন আনন্দে। অনুষ্ঠানের মরশুমে এই সারপ্রাইজ সকলের বেজায় মন কাড়ল। তবে এখানেই শেষ নয়। চমকের তখনও ছিল বাকি। কিছুক্ষণের মধ্যেই হাতে লাঠি নিয়ে গরবাতে গা ভাসালেন তিনিও।

 

 

বর্তমানে ছবির প্রমোশনে বেজায় ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যেই মুক্তি পেয়ে তাঁর আগামী ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক-এর দুটি গান। সেই ছবির প্রমোশনের জন্যই এখন শহরে শহরে ঘুরে বেড়াচ্ছেন ছবির পুরো টিম। সম্প্রতি তাঁরা পৌঁচ্ছে গিয়েছিল গুজরাতে।

সেখানেই চলছে নবরাত্রি, ফলে গরবা পোশাকেই হাজির হলেন পিগি চপস। সকলের সামনে স্টেজে মাতলেন গরবা নাচে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তা ছড়িয়ে পড়ল মুহুর্তে। ছবির পরিচালনা করেছেন সোনালি বোস, এবং এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে ফারহান আখতার, রোহিত শ্রফকেও। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?