শ্রীদেবীর নিজে হাতে বানানো টোটকা! সেই তেল মেখেই এমন চুল জাহ্নবীর

swaralipi dasgupta |  
Published : Jun 08, 2019, 06:45 PM ISTUpdated : Jun 08, 2019, 07:19 PM IST
শ্রীদেবীর নিজে হাতে বানানো টোটকা! সেই তেল মেখেই এমন চুল জাহ্নবীর

সংক্ষিপ্ত

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ইতিমধ্যেই জাহ্নবী কাপুর দর্শকদের মন জয় করেছেন। একমাত্র ধড়ক ছবিতে অভিনয় করলেও ইতিমধ্যেই তিনি স্পটলাইটে। তাঁর সৌন্দর্যেও কূপোকাত অনেকেই। কিন্তু এই সৌন্দর্যের পুরো ক্রেডিটটাই শ্রীদেবীর। 

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ইতিমধ্যেই জাহ্নবী কাপুর দর্শকদের মন জয় করেছেন। একমাত্র ধড়ক ছবিতে অভিনয় করলেও ইতিমধ্যেই তিনি স্পটলাইটে। তাঁর সৌন্দর্যেও কূপোকাত অনেকেই। কিন্তু এই সৌন্দর্যের পুরো ক্রেডিটটাই শ্রীদেবীর। 

এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শ্রীদেবীর ছোট থেকেই দুই মেয়ের ত্বক ও চুলের দিকে নজর দিতেন। মায়ের মৃত্যুর পরেও সেই টোটকাই মেনে চলেন জাহ্নবী। শ্রীদেবীর হাতে বানানো টোটকাই এখনও চুলের জন্য ব্যবহার করেন জাহ্নবী। কোনও নামী দামি শ্যাম্পু বা হেয়ার প্রডাক্ট নয়। মায়ের তৈরি টোটকা মেখেই জাহ্নবী পেয়েছেন এক ঢাল কালো চুল। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শ্রীদেবী নিয়মিত মাথায় তেল মালিশ পছন্দ করতেন। সেই তেল নিজেই ঘরে বানাতেন প্রয়াত অভিনেত্রী।  

কী কী দরকার এই তেল বানাতে- 
১) এক কাপ নারকেল তেল, 
২) আধ কাপ আমলকি
৩) শুকনো জবা ফুল 
৪) এক চামচ মেথি 

কী ভাবে বানাবেন-
একটি পাত্রে নারকেল তেল ঢালতে হবে। সেই নারকেল তেলের মধ্যে জবা ফুল,মেথি ও আমলকি দিয়ে সেটি হালকা আঁচে ফোটাতে হবে। ৩০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। তার পরে ঠান্ডা করে একটি কাঁচের পরিষ্কার শিশিতে ঢালুন। এই তেলই আজও ব্যবহার করেন জাহ্নবী।
 

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা