ওয়েব সিরিজে আবার ফেলুদা, সুখবর শোনালেন সৃজিত মুখোপাধ্যায়

Published : Nov 06, 2019, 12:57 AM IST
ওয়েব সিরিজে আবার ফেলুদা, সুখবর শোনালেন সৃজিত মুখোপাধ্যায়

সংক্ষিপ্ত

ওয়েব সিরিজে আসতে চলেছে ফেলুদা পরিচালনায় থাকছেন সৃজিত মুখোপাধ্যায় মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল সেই খবর ডিসেম্বর মাসে শুরু হবে ছবির শ্যুটিং

ফেলুদাকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন সব পকিচালকই। এবার সেই আশাই পুরণ হতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। তবে বড় পর্দায় নয়, ওয়েব সিরিজের হাত ধরে এবার প্রকাশ্যে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা। সম্প্রতি শুরু হবে ছবির কাজ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে সেই খবর জানিয়ে দিলেন পরিচালক।

 

 

সম্প্রতি নিসপাল সিং-এর মাথায় ফেলুদার ভুত চেপে বসে। তখনই তড়িঘড়ি তিনি মিটিং করে বিষয়টি নিয়ে সকলের সঙ্গে আলোচনাও করেন। খবর সামনে আসা মাত্রই মনের কথা খুলে বলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাতেই কেল্লাফতে। শুরু হয়ে যায় তোড়জোড়। বর্তমানে এই ওয়েব সিরিজ তৈরি করার জন্য সৃজিত মুখোপাধ্যায় হাতে তুলে নিয়েছেন দুটি গল্প। 

ছিন্নমস্তার অভিশাপ ও যতকাণ্ড কাটমান্ডুতে, এই দুই গল্প নিয়েই এবার তৈরি হবে ফেলুদা। তবে গল্পে ফেলুদার চরিত্রে দেখা যাবে কাকে তা নিয়ে এখনও খোলসা করে কিছুই জানাননি পরিচালক। খবর প্রকাশ্যে আসামাত্রই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা