কালো পোশাকে বার্থটবে হট পোজ শুভশ্রীর, সকলের নজর কেড়ে ভাইরাল ছবি নেট দুনিয়ায়

Published : Nov 19, 2019, 03:55 PM ISTUpdated : Nov 19, 2019, 03:56 PM IST
কালো পোশাকে বার্থটবে হট পোজ শুভশ্রীর, সকলের নজর কেড়ে ভাইরাল ছবি নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

হট লুকে বাজিমাত শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় বর্তমানে রাজের সঙ্গে  ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী

বিয়ের পরই যেন আমুল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে। লুক থেকে শুরু করে বদলে গিয়েছিল তাঁর স্টাইল স্টেটমেন্টও। মুহুর্তের মধ্যে ভক্তের সংখ্যা যেন লাফিয়ে বেড়েছিল দেড় বছর আগে। হাল ফ্যাশন থেকে শুরু করে সাবেকি পোশাক, পার্ফেক্ট পোজ থেকে শুরু করে ছবি, সবতেই তিনি একশোতে একশো।

 

 

বিয়ের পর মুক্তি পাওয়া শুভশ্রীর প্রথম ছবি পরিণীতাতে এক ভিন্ন স্বাদেই ধরা দিয়েছিলেন শুভশ্রী। এক লাফে বয়স কমেছিল অনেকটাই। কিন্তু চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে মানানসই করে তুলেছিলেন তিনি মেহুলকে। সেই পরিণীতার পরিণত ছবি এবার নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল রাতারাতি। পোজ থেকে শুরু করে ফোটোফেস, সব দিক থেকে এখন তিনিই যেন সেরা, প্রতিটি ফ্রেমেই এখন ধরা পড়ে সেই সত্য। 

 

 

বর্তমানে নায়িকা পরবর্তী ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। সবে মাত্র শেষ হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। সেখানেই রাজের সঙ্গে পাল্লা দিয়ে দায়িত্ব সামলে ছিলেন শুভশ্রী। ধরা দিয়েছিলেন অনবদ্য লুকে। চলচ্চিত্র উৎসবের কাজ শেষ করা মাত্রই এবার ধর্মযুদ্ধ ছবির কাজে হাত দিয়েছেন দুই জুটি। পরিচালনায় রাজ চক্রবর্তী, সেখানেই দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। 

PREV
click me!

Recommended Stories

অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?
প্রবল গরমে সত্যজিৎ রায়ের এই ছবিতে কী করে শ্যুট করেছিলেন? রাগের পরিবর্তে মজার কথাই জানালেন শর্মিলা