এ কোন ভাষায় গানের চর্চা করছেন সুদীপ্তা, ভিডিও দেখে মুগ্ধ হলেন পরম

Published : Nov 30, 2019, 09:49 AM IST
এ কোন ভাষায় গানের চর্চা করছেন সুদীপ্তা, ভিডিও দেখে মুগ্ধ হলেন পরম

সংক্ষিপ্ত

আজেগ গানে মাতলেন সুদীপ্তা গানের ভিডিও শেয়ার করলেন সোশ্যাল পেজে মজার ছলে করা পোস্ট মুহুর্তে ভাইরাল ভিডি দেখে মুগ্ধ হয়ে টুইট করলেন পরম 

গান নিয়ে চর্চার তো অভাব নেই। প্রতিটি পরিবারেই এমন একজন সদস্য থাকেন যাঁর গলায় গান শুনতে বেশ ভালোলাগে। টলি অভিনেত্রী সুদীপ্তার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। তাঁরই বাড়িতে সন্ধান মিলল এক সঙ্গীত শিল্পীর। যাঁর সঙ্গে গানের চর্চায় মাতলেন সুদীপ্তা।

বিষয়টা একটু খুলে বলা যাক, ছোটদের সঙ্গে ছেলে বেলা ফিরে পেতে কে না চায়। কাজের ফাঁকে বাড়ির খুদে সদস্যের সঙ্গে খুনসুটিতে মেতে সকলের নজর কাড়লেন সুদীপ্তা। তাঁর মেয়ের সঙ্গে অবসরে ধরলেন গান। গানটি তৈরি করে, তাতে রীতিমত সুরও যোক করলেন তাঁর কন্যা। এটি প্রতিদিনেরই বাড়ির রুটিং। মেয়ের সঙ্গে মজার ছলে গাওয়া এই গানের ভিডিও শেয়ার করলেন নেট দুনিয়ায়।

 

 

মুহুর্তে তা চোখে পড়ে অনেকেরই। খুদে শিল্পীর গান শুনে মুগ্ধ হয়েই পরম লেখেন, এত কিউটনেসই বা রাখি কোথায়! এখানে তো কাল্টিভেট করা হচ্ছে...। বর্তমানে বেশ কয়েকটি ছবির প্রস্তাব সুদীপ্তার হাতে। টলিউডে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন এখন তিনি। সম্প্রতি সুদীপ্তা অভিনীত ছবি জ্যেষ্ঠপুত্র দেখানো হয়েছে গোয়া ফিল্মফেস্টিভ্যালে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?