উৎসবের মেজাজে টেলি অভিনেত্রী সুমনা-তুলিকা, গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও

Published : Oct 26, 2019, 04:59 PM IST
উৎসবের মেজাজে টেলি অভিনেত্রী সুমনা-তুলিকা, গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও

সংক্ষিপ্ত

টেলি অভিনেত্রীদের উৎসবের মেজাজ গানের তালে সকলের মন জয় করলেন সুমনা-তুলিকা চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকের শ্যুটিং সেটে দুই তারকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও

অক্টোবর মাস জুরেই উৎসবের সমাহার। দেবীপক্ষের সূচনা থেকেই আনন্দে মেতে ওঠে গোটা রাজ্য। কেউ উৎসব পালন করেন ছুটির মেজাজে, কেউ আবার কাজের ফাঁকেই মেতে ওঠেন সকলের সঙ্গে। শ্যুটিং ফ্লোরের চিত্রটাও খানিকটা সেই রকম। 

কাজের মধ্যেই কাটছে তাঁদের পুজোর মরশুম। তাই শ্যুটিং ফ্লেরোই খানিক সময় করে নিয়ে নিজেদের মত করে পালন করা উৎসব। টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ। বেশ কয়েকবার ভিডিও শেয়ার করে ভাইরালও হয়েছেন তিনি। নেট দুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে সকলের নজর কেড়েছেন তিনি। এবার গান গেয়ে সকলের মন জয় করলেন সুমনা। আর তাঁর সঙ্গে গলা মেলালেন তুলিকা বসু। 

টলি অভিনেত্রীদের মধ্যে তুলিকা বসু বেজায় জনপ্রিয়। রিয়ালিটি শো হোক বা কোনও সাক্ষাত, গান ধরতে তিনি বেশ ভালোবাসেন। এবার তাঁর প্রিয় গানেই মাতালেন সোশ্যাল মিডিয়া। পুরানো সেই দিনের কথা গানে সঙ্গে তাল মিলিয়ে সুর দিলেন সুমনা চক্রবর্তী। সেই গান সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেনিলেন ভক্তদের সঙ্গে। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?