২৪ ঘন্টায় ২ কোটি ভিউ, রুদ্ধশ্বাস ট্রেলারে বাজিমাত করলেন অজয়-কাজল-সইফ

Published : Nov 20, 2019, 02:55 PM IST
২৪ ঘন্টায় ২ কোটি ভিউ, রুদ্ধশ্বাস ট্রেলারে বাজিমাত করলেন অজয়-কাজল-সইফ

সংক্ষিপ্ত

অনবদ্য ট্রেলারে বাজিমাত করল তানাজি মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়  ট্রেলার মুক্তির পরই ভিউ ছাড়ালো ২ কোটি ছবি মুক্তি পাবে ২০ জানুয়ারী

অজয় দেবগণের একশোতম ছবি নিয়ে প্রথম থেকেই দর্শকদের উত্তেজনার পারত ছিল তুঙ্গে। তানাজি ছবির প্রথম লুক প্রকাশ্যে আসা মাত্রই তা ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।  বর্তমানে পুরো দমে চলছে ছবির কাজ। ২০২০-র প্রথমেই বক্স অফিসে ঝড় তুলতে মুক্তি পাবে এই ছবি। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।

ছবিতে মুখ্যভুমিকাতে অভিনয় করেছেন অজয় দেবগণ, সইফ আলি খান ও কাজল। দুমিনিটের এই ট্রেলারেই বাজিমাত করল তানাজি। যেমন সেট, তেমনই গ্রাফিক্স, আর ততটাই সুন্দর ছবির প্রতিটি সংলাপ। ফলেই ট্রেলার দেখা মাত্র ছবি ঘিরে উত্তেজনার পারদ আরও তুঙ্গে উঠল। ট্রেলারে মারাঠি যোদ্ধার ভুমিকাতে এক কথায় অনবদ্য অজয় দেবগণ। আর তাঁর সঙ্গে সমাল তালে টক্কর দিলেন সইফ আলি খান। 

 

 

ছবির ট্রেলার প্রকাশ্যে আসা মাত্রই বিজয়ই ভব বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সলমন খান। অন্যদিকে ট্রেলার মুক্তির পরই বি-টাউন প্রশংসায় পঞ্চমুখ। সকলেই এক কথায় সাধুবাদ জানালেন অজয় দেবগণকে। কেবল তিনিই নন, ততটাই ছবিতে নজর কেড়েছেন কাজল। তাঁর পোশাক থেকে শুরু করে পর্দায় উপস্থিতি এক কথায় ছিল অনবদ্য। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?