মেয়ের দুর্ঘটনাই কি ভাগ্য ফেরালো শ্রীময়ী-র, টিআরপি-র কারা রইলেন তালিকাতে সেরা তিন

Published : Dec 12, 2019, 07:16 PM IST
মেয়ের দুর্ঘটনাই কি ভাগ্য ফেরালো শ্রীময়ী-র, টিআরপি-র কারা রইলেন তালিকাতে সেরা তিন

সংক্ষিপ্ত

টিআরপি দৌড়ে সেরা কে কোন ধারাবাহিকে মেতেছে ড্রইংরুম শ্রীময়ী-র পরিবারের নয়া মোড় ফেরালো টিআরপি ক্রমেই পিছিয়ে পড়ছে হৃদয়হরণ বিয়ে পাশ

ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই ক্রমেই শ্রীময়ীর সংসার ভাঙতে দেখেছেন দর্শকেরা। কখনও শ্রীময়ীর এই যুদ্ধে সামিল হয়েছেন তাঁরা, কখনও আবার একঘেয়ে প্রেক্ষাপটের জন্য মুখ ফিরিয়েছেন এই ধারাবাহিক থেকে। তবে চলতি সপ্তাহের সমীকরণ গেল পাল্টে। সম্প্রতি দুর্ঘটনার শিকার হয়েছে শ্রীময়ীর মেয়ে তিথি। তার জেরেই আবারও এক হতে বসেছে পুরো পরিবার। 

আরও পড়ুনঃ মোবাইলের নেশায় হারাচ্ছে শৈশব, কঠোর বাস্তবের পটভূমিতে পরম-শুভ

মেয়ের দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দার্জিলিং-এ ছুটে গিয়েছিল শ্রীময়ী। সেখানেই আবারও যেন মেয়ের তাগিদে জুড়তে থাকে শ্রীময়ীর ভাঙা সংসার। আর গল্পের এই মোড়ই আবারও টিআরপি-র তালিকাতে তুলে নিয়ে যায় শ্রীময়ীকে তুঙ্গে। একইভাবে কৃষ্ণকলিও ফিরে এসেছে চেনা ছকে। সেই ধারাবাহিকও এখন টিআরপি-র তালিকাতে সেরা। 

জি বাংলার টিআরপি দৌড়ে পিছিয়ে পড়লেও দ্বিতীয় স্থানে রইল রানী রাসমনি। সেখানেও এখন দর্শক মেতে রয়েছেন একাধিক গল্পের নয়া মোড়ে। অন্যদিকে ক্রমেই পিছিয়ে পড়ছে হৃদয় হরণ। যদিও সেই ধারাবাহিক চলছে বহাল তবিয়তে। অন্যদিকে রিয়ালিটি শো-এর ক্ষেত্রেও বাজিমাত করেছে দাদাগিরি। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?