প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় র্যাপার হার্ড কৌরের অ্যাকাউন্ট বাতিল করল টুইটার। হার্ড কৌর একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওয় নরেন্দ্র মোদী ও অমিত শাহকে গালিগালাজ করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুনঃ প্রিয়ঙ্কাকে ফের আক্রমণ পাক মহিলার! অভিনেত্রী দায়িত্বহীন বলে তোপ
এই ভিডিওয় হার্ড কৌরকে খলিস্তানিদের সঙ্গে দেখা যায়। খলিস্তান মুভেমেন্টের পক্ষে কথা বলে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে গালিগালাজ করেন তিনি। এই ভিডিওয় র্যাপার রীতিমতো মোদী-শাহের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে কারণ টুইটারে হার্ড কৌরের সংখ্যা কম নয়।
খলিস্তান মুভমেন্টের জন্য একটি গান গেয়েছেন র্যাপার। উই আর ওয়ারিয়রস নামের সেই গানের একটি অংশও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি।
প্রসঙ্গত, বেশ কয়েকজন শিখ পঞ্জাবে খলিস্তান নামে পৃথক দেশ গড়ার দাবিতে সরব হয়েছেন। তাদের সপক্ষেই সরব হয়েছেন হার্ড কৌর। এবছরই জুন মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি। তখনও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে।