সলমন খানের 'সাধুসঙ্গ' ১৮০ দিন উপবাস করা জৈন সন্ন্যাসীর দ্বারস্থ বলিউড ভাইজান

Published : Sep 13, 2022, 12:09 AM IST
সলমন খানের 'সাধুসঙ্গ' ১৮০ দিন উপবাস করা জৈন সন্ন্যাসীর দ্বারস্থ বলিউড ভাইজান

সংক্ষিপ্ত

সম্পূর্ণ অন্যরূপে ধরা দিলেন বলিউড ভাইজান সলমন খান। তিনি সম্প্রতি জৈন সন্ন্যাসী আচার্য বিজয় হংসরতনাসুরের সঙ্গে দেখা করেছে। হংসরতনাসুর ১৮০ দিন টানা ম্যারাথন উপবাস করেছেন। এই নিয়ে ষষ্ঠবার তিনি এজাতীয় ম্যারাথন উপবাস করলেন।

সম্পূর্ণ অন্যরূপে ধরা দিলেন বলিউড ভাইজান সলমন খান। তিনি সম্প্রতি জৈন সন্ন্যাসী আচার্য বিজয় হংসরতনাসুরের সঙ্গে দেখা করেছে। হংসরতনাসুর ১৮০ দিন টানা ম্যারাথন উপবাস করেছেন। এই নিয়ে ষষ্ঠবার তিনি এজাতীয় ম্যারাথন উপবাস করলেন। 
 

রবিবার আচার্য বিজয় হংসরতনাসুর তার ১৮০ দিনের ম্যারাথন উপবাস করে শেষ করা একমাত্র জৈন সন্ন্যাসী তকমা পেয়েছেন। সন্ন্যাসীদের মত অনুযায়ী সলমন খান আচার্য বিজয় হংসরতনাসুরের সঙ্গে দেখা করেন। তাঁর কাছে আশীর্বাদ চান।  জৈন ধর্মের বিভিন্ন দিক ও বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পর্কেও জানতে চান। জৈন সন্ন্যাসীরা জানিয়েছেন শুধু সলমন খান নয় , বহু বিশিষ্ট ব্যক্তি আচার্য বিজয় হংসরতনাসুরের আশীর্বাদ পেতে চান। 

আচার্য বিজয় হংসরতনাসুর ১১ সেপ্টেম্বর রবিবার ১৮০ দিনের একটানা উপবাস শেষ করেছেন। তিনি একমাত্র জৈন সন্ন্যাসী যিনি এই কঠোর ব্রত সম্পন্ন করতে পেরেছেন। তাঁর সন্ন্যাসী জীবন দুই দশতের। এরমধ্যে ১২ বছরই তিনি উপবাস করে কাটিয়েছেন। তেমনই জানিয়েছেন তাঁর অনুসারীরা। 

সালমান তার আসন্ন ছবি ভাইজানের শুটিং আবার শুরু করবেন যা ফারহান সামজি পরিচালনা করবেন। কভি ইদ কভি দিওয়ালি  ছবিটির কাজ শেষের দিকে। সলমন খানের পাশাপাশি বিগ বস 13 খ্যাত শেহনাজ গিল এবং পলক তিওয়ারির সাথে প্রধান ভূমিকায় অভিনয় করবেন পূজা হেগডে। এছাড়াও সালমানের টাইগার 3-এর সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় রয়েছেন। দ্য গডফাদারের জন্য চিরঞ্জীবীর সঙ্গে সালমানের সাম্প্রতিক শ্যুট শুরু হচ্ছে। অনুষ্ঠানের সেটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সম্পূর্ণ অন্যরকম লুকে আবার পর্দায় ফিরছেন সলমন খান। ছবির নাম কিসি কা ভাই কিসি কি জান। যার একটি ছোট্ট ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন ভাইজান। এবার তাঁকে লম্বা পিঠ ছাপান চুলে দেখা যাবে। দীর্ঘ দিন আগে একটি ফ্লপ সিনেমা সূর্যবংশীতে অনেকটা এমনই চুল ছিল ভাইজানের। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার