একাধিক ছবি মুক্তির দিন স্মরণ করিয়ে টুইট অমিতাভের, থাকল না ব্রহ্মাস্ত্র-এর নাম

  • ছবি মুক্তির তালিকা প্রকাশ
  • ২০২০-তে একাধিক ছবি মুক্তি পাবে বিগ বি-র
  • সেই তালিকাতে থাকল না ব্রহ্মাস্ত্রের নাম 
  • তিন ছবির মুক্তির দিন জানালেন অমিতাভ

এখনও পর্দায় বাজিমাত করছেন করে চলেছে অমিতাভ বচ্চন। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। চুটিয়ে শ্যুটিং পর্বও সারলেন তিনি। বলিউড শাহেনশার প্রতিটি পদক্ষেপই প্রতি মুহূর্তে থাকে সার্ভে লেন্সের আওতায়। বিগ বি সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ। শ্যুটিং-এর খবর থেকে শুরু করে ছবির লুক, সবই নিজেই টুইট করে থাকেন অমিতাভ বচ্চন। 

আরও পড়ুনঃ ছবির জন্য নেবেন ১২০ কোটি, অক্ষয়ের পারিশ্রমিক শুনে হতবাক পরিচালক

Latest Videos

আরও পড়ুনঃ দুই দশকের প্রেমকাহিনী, ট্রেলারের পর এবার ভাইরাল সারা-কার্তিক জুটির গান

এবারর একাধিক ছবির মুক্তির দিন স্মরণ করিয়ে দিলেন অমিতাভ। ২০১৯-এ মুক্তি পেয়েছিল কেবল মাত্র একটি ছবি, ছবির নাম বদলা। সেই ছবি বক্স অফিসে বিস্তর প্রভাব ফেলেছিল। এরপর থেকেই একাধিক ছবির শ্যুটিং-এ ব্যস্ত হয়ে পড়েন অমিতাভ বচ্চন। পাইপ লাইলে থাকা ছবির শ্যুটিং সারতে শুরু করেন অভিনেতা। তারমধ্যেই অন্যতম ছিল ব্রহ্মাস্ত্র। একাধিকবার এই ছবি খবরের শিরোনামেও এসেছে। 

 

 

অমিতাভ বচ্চনের টুইটে উঠে এল মাত্র তিন ছবির নাম। থাকল না ব্রহ্মাস্ত্র ছবির নাম। তিনি জানালেন, ১৭ এপ্রিল মুক্তি পাবে গুলাব সিতাব, ৮ মে মুক্তি পাবে ঝুন্ড, ১৭ জুলাই মুক্তি পাবে চহেরে। অথচ মে মাসেই মুক্তির কথা ছিল ব্রহ্মাস্ত্র ছবির। এই তালিকাতে থাকল না সেই ছবির নাম। সেখানেও অমিতাভ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র