একাধিক ছবি মুক্তির দিন স্মরণ করিয়ে টুইট অমিতাভের, থাকল না ব্রহ্মাস্ত্র-এর নাম

Published : Jan 23, 2020, 02:35 PM IST
একাধিক ছবি মুক্তির দিন স্মরণ করিয়ে টুইট অমিতাভের, থাকল না ব্রহ্মাস্ত্র-এর নাম

সংক্ষিপ্ত

ছবি মুক্তির তালিকা প্রকাশ ২০২০-তে একাধিক ছবি মুক্তি পাবে বিগ বি-র সেই তালিকাতে থাকল না ব্রহ্মাস্ত্রের নাম  তিন ছবির মুক্তির দিন জানালেন অমিতাভ

এখনও পর্দায় বাজিমাত করছেন করে চলেছে অমিতাভ বচ্চন। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। চুটিয়ে শ্যুটিং পর্বও সারলেন তিনি। বলিউড শাহেনশার প্রতিটি পদক্ষেপই প্রতি মুহূর্তে থাকে সার্ভে লেন্সের আওতায়। বিগ বি সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ। শ্যুটিং-এর খবর থেকে শুরু করে ছবির লুক, সবই নিজেই টুইট করে থাকেন অমিতাভ বচ্চন। 

আরও পড়ুনঃ ছবির জন্য নেবেন ১২০ কোটি, অক্ষয়ের পারিশ্রমিক শুনে হতবাক পরিচালক

আরও পড়ুনঃ দুই দশকের প্রেমকাহিনী, ট্রেলারের পর এবার ভাইরাল সারা-কার্তিক জুটির গান

এবারর একাধিক ছবির মুক্তির দিন স্মরণ করিয়ে দিলেন অমিতাভ। ২০১৯-এ মুক্তি পেয়েছিল কেবল মাত্র একটি ছবি, ছবির নাম বদলা। সেই ছবি বক্স অফিসে বিস্তর প্রভাব ফেলেছিল। এরপর থেকেই একাধিক ছবির শ্যুটিং-এ ব্যস্ত হয়ে পড়েন অমিতাভ বচ্চন। পাইপ লাইলে থাকা ছবির শ্যুটিং সারতে শুরু করেন অভিনেতা। তারমধ্যেই অন্যতম ছিল ব্রহ্মাস্ত্র। একাধিকবার এই ছবি খবরের শিরোনামেও এসেছে। 

 

 

অমিতাভ বচ্চনের টুইটে উঠে এল মাত্র তিন ছবির নাম। থাকল না ব্রহ্মাস্ত্র ছবির নাম। তিনি জানালেন, ১৭ এপ্রিল মুক্তি পাবে গুলাব সিতাব, ৮ মে মুক্তি পাবে ঝুন্ড, ১৭ জুলাই মুক্তি পাবে চহেরে। অথচ মে মাসেই মুক্তির কথা ছিল ব্রহ্মাস্ত্র ছবির। এই তালিকাতে থাকল না সেই ছবির নাম। সেখানেও অমিতাভ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে