ইট ভাঙছে কিন্তু ডিম নয়! মুহুর্তে ভাইরাল বিদ্যুৎ জামালের ভিডিও

Published : Jul 27, 2019, 01:45 PM ISTUpdated : Jul 27, 2019, 01:46 PM IST
ইট ভাঙছে কিন্তু ডিম নয়! মুহুর্তে ভাইরাল বিদ্যুৎ জামালের ভিডিও

সংক্ষিপ্ত

ইট ভেঙে ভাইরাল ভিডিও শেয়ার করলেন বিদ্যুৎ জামাল জ্যাকি চ্যানকে শ্রদ্ধা জানাতেই এই ভিডিও আস্ত ডিম হাতে নিয়ে ভাঙলেন ইট

এমন কাজ তাঁর দাঁড়াই সম্ভব। তিনি হলেন বিদ্যুৎ জামাল। সিনেমার ভক্তরা যাঁকে এক ডাকে চেনেন। শুধু চেনা নয়, তাঁর স্টান্ট-এ রীতিমতন ভক্ত তাঁরা। কোটি কোটি মানুষ যাঁর ভক্ত তিনিই আবার অ্যাকশন গুরু জ্যাকি চ্যানের ভক্ত।

আরও পড়ুনঃ আমির খান অভিনীত দুই ছবি চিনে! চলছে জ্যাকি চ্যান আন্তর্জাতিক অ্যাকশন ছবি সপ্তাহ

জ্যাকি চ্যানকে শ্রদ্ধা জানানোর জন্যই এই ভিডিওটি করে তিনি শেয়ার করে নিলেন তাঁর ভক্তদের সঙ্গে। এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। 
অ্যকশন অভিনেতা জ্যাকি চ্যানকে নিয়ে এই সপ্তাহ জুড়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেল। চিনে ২১ জুলাই থেকে শুরু হয়েছে জ্যাকি চ্যান আন্তর্জাতিক অ্যাকশন ফিল্ম সপ্তাহ। সেখানে প্রতিটি দেশ থেকে ছবি বাছাই করে দেখানো হচ্ছে। সেই ফেস্টিভ্যাল শেষ হবে শনিবার, ২৭ জুলাই।

এই হিরিকেই সামিল হলেন বিদ্যুৎ জামাল। তিনি নিজেই শ্যুট করলেন এই স্টান্ট। এক কোপে ইট ভাঙতে পারেন অনেকেই। কিন্তু জিম অতি সুক্ষ্ম জিনিস। বাজার থেকে কিনে ফেরার পথেই কত সাবধানতা অবলম্বণ করতে হয়। সেখানে সেই ডিম হাতের মুঠোয় রেখে আস্ত ইট ভাঙলেন বিদ্যুৎ জামাল। হতবাক হয়ে সেই দৃশ্যরই সাক্ষী থাকতে শেয়ার হচ্ছে এই ভিডিও। ফলে মুহুর্তে তা ভাইরায় হয়ে যায়। 
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার