'ভুল করেছি, এই আচরণ গ্রহণযোগ্য নয়', চড় বিতর্কের পর ক্রিসের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্মিথ

স্মিথের এই আচরণের ফলে আলোড়ন পড়ে গিয়েছে গোটা বিশ্বের শিল্পী মহলে। অনেকেই তাঁর এই আচরণের বিরোধিতা করেছেন। তবে অনেকে আবার তাঁর পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে। এদিকে এই ঘটনার পরই ক্রিসের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি।

অস্কারের মঞ্চে যে এই ধরনের অভিজ্ঞতার শিকার হতে হবে তা ভাবতেই পারেননি কেউই। ওই মঞ্চে একেবারে তুলকালাম কাণ্ড ঘটান উইল স্মিথ। তাঁর স্ত্রীকে নিয়ে রসিকতা করা হচ্ছিল। আর সেটাই তিনি মেনে নিতে পারেননি। তার জেরেই সটান মঞ্চে উঠে গিয়ে কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় কষান তিনি। তাঁর এই কাণ্ডের জেরে অবাক হয়ে যায় গোটা বিশ্ব। আর সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের ভুল বুঝতে পারলেন অস্কারের মঞ্চের ‘সেরা অভিনেতা’ উইল স্মিথ। তার জন্য ক্রিসের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। 

স্মিথের এই আচরণের ফলে আলোড়ন পড়ে গিয়েছে গোটা বিশ্বের শিল্পী মহলে। অনেকেই তাঁর এই আচরণের বিরোধিতা করেছেন। তবে অনেকে আবার তাঁর পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে। এদিকে এই ঘটনার পরই ক্রিসের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। সেখানে লিখেছেন, "আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়।"

Latest Videos

আরও পড়ুন- অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে রসিকতা, ক্রিস রকের গালে সপাটে চড় উইল স্মিথের

স্মিথ আরও লেখেন, "হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না, ক্ষমাহীন অপরাধ করেছি। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু, জাডার শারীরিক অবস্থা নিয়ে মজা করা আমার কাছে সহ্য করা কঠিন ছিল এবং আমি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, যা ঠিক হয়নি।"

 

 

এরপর নিজের ওই আচরণের জন্য গোটা বিশ্বের সব মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন স্মিথ। লেখেন, "আমার এই ব্যবহার বিশ্ব জুড়ে যাঁরা দেখেছেন তাঁদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি অ্যাকাডেমি অনুষ্ঠানের প্রযোজক এবং সব অংশগ্রহণকারীর কাছে। উইলিয়ামস পরিবার এবং কিং রিচার্ড পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমি গভীরভাবে অনুতপ্ত অস্কারের আলোকজ্জ্বল মঞ্চে এ ধরনের আচারণ একটি দাগ ফেলে গিয়েছে, যা ক্ষমাহীন অপরাধ।" এদিকে অস্কারের মঞ্চে এমন ঘটনার পরই ‘কিং রিচার্ড’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হন স্মিথ। 

ঠিক কী ঘটেছিল ? 
উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। একে একে সকলের কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। আসলে ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছিলেন তার মাথায় কোনও চুল ছিল না। আর জাডার মাথাতেও চুল নেই। না তবে সেটা কোনও স্টাইলের জন্য একেবারেই নয়। জাডা আসলে অ্যালোপেশিয়ায় আক্রান্ত। এই রোগের ফলে ধীরে ধীরে মাথার সব চুল পড়ে যায়। তাই তাঁর মাথায় কোনও চুল নেই। 

আরও পড়ুুন- অস্কারের মঞ্চে সম্মান বাড়ল ভারতের, ডুন-এর জন্য অস্কার পেলেন নমিত মালহোত্রা

আর অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে এই রসিকতা মেনে নিতে পারেননি স্মিথ। তারপরই মঞ্চে উঠে সপাটে চড় কষান ক্রিসের গালে। অনেকেই ভেবেছিলেন গোটা ঘটনা হয়তো স্ক্রিপ্টেড। কিন্তু মোটেই তেমনটা ছিল না। বাস্তবেই ক্রিস রককে চড় কষান উইল স্মিথ। যদিও উইল স্মিথের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে অস্বীকার করেন ক্রিস রক। লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের তরফে বলা হয়েছে, ক্রিস রক পুলিশে অভিযোগ জানাতে অস্বীকার করেছেন। যদি তিনি পরে অভিযোগ জানান তাহলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury