সংক্ষিপ্ত

আসলে অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা করছিলেন সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক। ব্যস তা শুনে আর নিজের মাথা ঠিক রাখতে পারেননি স্মিথ। মঞ্চে গিয়ে সপাটে চড় মারেন ক্রিসের গালে। 

পুরস্কারের মঞ্চে সবাইকেই বেশ হাসিখুশি দেখায়। আর সেখানে সঞ্চালকের সঙ্গে অভিনেতার ঝামেলা হয় না। অনুষ্ঠান চলাকালীন রসিকতা চালু থাকে। আর সেটা বেশিরভাগ ক্ষত্রেই হয়ে থাকে অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে। কিন্তু, তা যে কখনও মারধরের পর্যায়ে পৌঁছেছে সেটা দেখা যায়নি। আর এবার সেই ঘটনাই ঘটতে দেখে গেল অস্কারের মঞ্চে। আন্তর্জাতিক সিনেমার অন্যতম বড় মঞ্চ অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ ঘিরে তৈরি হল বিতর্ক। মঞ্চে উঠে ক্রিস রকের গালে কষে চড় মারলেন উইল স্মিথ। এই ঘটনায় হতবাক সেখানে উপস্থিত সবাই!

আসলে অস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা করছিলেন সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক। ব্যস তা শুনে আর নিজের মাথা ঠিক রাখতে পারেননি স্মিথ। মঞ্চে গিয়ে সপাটে চড় মারেন ক্রিসের গালে। 

ঠিক কী ঘটেছিল ? 
উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। একে একে সকলের কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। আসলে ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছিলেন তার মাথায় কোনও চুল ছিল না। আর জাডার মাথাতেও চুল নেই। না তবে সেটা কোনও স্টাইলের জন্য একেবারেই নয়। জাডা আসলে অ্যালোপেশিয়ায় আক্রান্ত। এই রোগের ফলে ধীরে ধীরে মাথার সব চুল পড়ে যায়। তাই তাঁর মাথায় কোনও চুল নেই। 

আরও পড়ুুন- অস্কারের মঞ্চে সম্মান বাড়ল ভারতের, ডুন-এর জন্য অস্কার পেলেন নমিত মালহোত্রা

 

এদিকে দর্শকাসনের একেবারে সামনের সারিতে সবুজ গাউন পরে বসেছিলেন জাডা। এদিকে ক্রিসের ওই মন্তব্য শুনে একেবারেই পছন্দ হয়নি জাডার। সেটা অবশ্য তাঁর মুখ দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এরপর নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান স্মিথ। এগিয়ে যান মঞ্চের দিকে। আর মঞ্চে গিয়ে কোনও মন্তব্য না করে সপাটে চড় কষিয়ে দেন ক্রিসের গালে। 

আরও পড়ুন- 'বাহুবলী'-র রেকর্ড ভেঙে ঝড় বক্স অফিসে, দর্শকদের হলমুখী করল 'আরআরআর'

আচমকা চড়ের চোটে ক্রিস খানিকটা হলেও হকচকিয়ে গিয়েছিলেন। যদিও বিষয়টি তিনি সামলে নেন। স্মিথ কোনও বাক্যব্যয় করেননি। এই ঘটনার পর কয়েক সেকেন্ডের জন্য অনেকেই ভেবেছিলেন যে এটা সম্পূর্ণ সাজানো। অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে পুরস্কারের মঞ্চে। এটাও বাড়তি মশলা যোগ করার জন্যই করা হয়েছে। কিন্তু, তা একেবারেই নয়। দর্শকাসনে ফিরে চিৎকার করেন স্মিথ। স্মিথ বলেন, "তোমার (নোংরা) কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো!" এরপরেই উইল ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। তবে সেই পুরস্কার নেওয়ার সময়ও তাঁকে কাঁদতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন- 'পরবর্তী ছবিতে কি কুমিরের চরিত্রে দেখা যাবে', সলমনকে পুকুরে স্নান করতে দেখে প্রশ্ন নেটিজেনের

পরে ধন্যবাদ জ্ঞাপক ভাষণে স্মিথ নিজের পরিবারকে ‘আগলে রাখার’ করার কথা বলেন। তিনি বলেন, "যে ভাবে ভিনাস-সেরিনার বাবা তাঁদের এবং তাঁদের পরিবারকে আগলে রেখেছিলেন, তা প্রত্যেক মানুষের কর্তব্য। আমি এটা শিখেছি।" পাশাপাশি ওই ঘটনার জন্য পরে ক্রিসের কাছে ক্ষমাও চান স্মিথ।