ক্লাবের খবর লিক করার অভিযোগ কোচে বিরুদ্ধে, রঞ্জিত বাজাজের সঙ্গে আইনি লড়াইয়ের পথে মহামেডান

• টানা দুটি ম্যাচ জিতে ছন্দে মহামেডান
• এর মধ্যেই কোচ বিতর্কে জেরবার ঐতিহ্যবাহী ক্লাব
• রঞ্জিত বাজাজের সঙ্গে আইনি লড়াই শুধুমাত্র সময়ের অপেক্ষা
• এর মধ্যেই কাল ভবানিপুরের বিরুদ্ধে নামবে মহামেডান

Reetabrata Deb | Published : Oct 15, 2020 8:02 AM IST

 আইলিগের যোগ্যতা অর্জনের আগেই নতুন বিতর্কে জড়িয়ে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব এবং মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ। সদ্য করোনা আতঙ্ক কাটিয়ে আইলিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হয়েছে। এর মধ্যেই বড়সড় বিতর্কে জড়িয়ে অস্বস্তিতে মহামেডান। গত রবিবারই মহামেডান কোচ ইয়ান ল-কে ছেঁটে ফেলে ক্লাব। আধিকারিকদের সঙ্গে একান্ত চ্যাটের বিষয়বস্তু তিনি নাকি লিক করে দিচ্ছিলেন। এরপরে সাদা কালো ক্লাবের শীর্ষকর্তা ওয়াসিম আক্রম জানান, ক্লাবের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে ইয়ান ল-র বিরুদ্ধে যিনি পাঞ্জাব এফসি-র প্রাক্তন কোচ।

আরও পড়ুনঃMatch Prediction- বিরাটের বদলা, নাকি ফিরবে রাহুলের গুড লাক, শারজায় কে করবে বাজিমাত

নিজেদের শেষ ম্যাচে আইলিগের কোয়ালিফায়ারে "আরা এফসি"র বিপক্ষে মহামেডান ৪-১  ফলে জেতে। তারপরেই কোচ ইয়ান ল টুইটারে নিজের পদত্যাগ ঘোষণা করেন। রবিবারই আবার বেশ কিছু প্রচারমাধ্যম রঞ্জিত বাজাজের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনে। রঞ্জিত বাজাজ আবার ইয়ান ল-র সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। মিনার্ভা পাঞ্জাবের কয়েকজন প্রাক্তন ফুটবলার বর্তমানে মহামেডানে খেলেন। তারাই রঞ্জিত বাজাজকে সুবিধা করে দিতে ম্যাচ গড়াপেটার আয়োজন করে বলে অভিযোগ। এমন ঘটনা চাউর হতেই বাজাজ আবার আইনি যুদ্ধের হুমকি দিয়েছেন।

আরও পড়ুনঃসেক্সি ও হটনেসে মাথা ঘুরিয়ে দেবেন ব্রাভোর বান্ধবী, বিয়ে না করেই বাচ্চা নিয়ে সুখী গৃহকোণ সিএসকে তারকা

টুইটারে বাজাজ লিখে দিয়েছেন জানিয়েছেন, অসত্য মিথ্যা অভিযোগ এনে মানহানি হওয়ায় খুব তাড়াতাড়ি দীপেন্দু বিশ্বাস, ওয়াসিম আক্রম, মহামেডান এফসি, বাংলা সংবাদপত্র আজকালের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন তিনি। 

আরও পড়ুনঃযৌনতার সন্মোহনে রাতের ঘুম উড়বে আপনারও, দেখুন হেটমায়ারের সুপার হট অ্যান্ড সেক্সি বান্ধবীর ছবির অ্যাল

আইলিগের যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রথম ম্যাচে গারওয়ালের বিরুদ্ধে ১-০ জেতে মহামেডান। দ্বিতীয় ম্যাচেই আরা এফসির বিপক্ষে রবিবার ৪-১ জয় পায় সাদা কালো বাহিনী। কোচ ইয়ান ল পদত্যাগ করায় আপাতত মহামেডানের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ সাঈদ রামন। এইসমস্ত ঝামেলার মধ্যেই মহামেডান এফ সি কাল মাঠে নামবে ভবানিপুরের বিরুদ্ধে। জয়ের ধারা বজায় রাখতে মরিয়া তারা।

Share this article
click me!