এএফসি কাপে বেঙ্গালুরুকে সমীহ হাবাসের, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুণ ব্রিগেড

বুধবার এএফসি কাপের ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।  ম্যাচের আগে বিপক্ষকে রেসপেক্ট করলেন atk মোহনবাগান কোচ অ্যান্টোলিও লোপেজ হাবাস। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গতবারের আইএসএল রানার্সআপরা।
 

আইএসএলের আগে এটিকে মোহনবাগানের সামনে এএফসি কাপের চ্যালেঞ্জ। ১৮ অগাস্ট বুধবার এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচে অ্যান্তোনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। ২১ সদস্যের দল নিয়ে মলদ্বীপে পৌছে গিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। অনুশীলনও শুরু করে দিয়েছেন রয় কৃষ্ণা ও মুম্বই সিটি থেকে এবার এটিকে মোহনবাগানে এসেছেন হুগো বুমোসরা। মরসুমের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করতে চাইছেন বাগানের স্প্যানিশ কোচ।

Latest Videos

গতবার আইএসএলে খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেনি বেঙ্গালুরু এফসি। এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও সাফল্য আসেনি। তবে এএফসি কাপে প্রথম ম্যাচ জিতে এটিকে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে সুনীল ছেত্রীরা। জয়েশ রানের গোলে ঈগলসকে হারিয়েথে বেঙ্গালুরু। ফলে ছন্দে থাকলে বেঙ্গালুরু কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে রানে-ছেত্রীরা তা ভালো করে জানেন হাবাস। তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ। বলেছেন,'একাধিক পরিচিত ভারতীয় ফুটবলারের সঙ্গে এ বার বেঙ্গালুরু বেশ কয়েক জন বিদেশি ফুটবলার সই করিয়েছে। বদলেছে কোচিং স্টাফ। ফলে বিপক্ষের শক্তির তারতম্য ঘটেছে। তাই অতীত পরিসংখ্যান নিয়ে ভেবে লাভ নেই। বরং এ বারও আরও অনেক বেশি লড়াই করতে হবে। কে কবে জিতেছে, সেটা এখন ভেবে লাভ নেই। একে তো আন্তর্জাতিক মঞ্চ, এর মধ্যে আবার নতুন মাঠ ও নতুন পরিবেশ। তাই বিপক্ষকে নিয়ে ভাবতেই হবে।' তবে নিজের দলের বিষয়ে আত্মবিশ্বাসী হাবাস। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া স্প্যানিশ কোচ সহ এটিকে মোহনবাগান প্লেয়ার।

আরও পড়ুনঃসিন্ধুর সঙ্গে আইসক্রিম, নীরজের সঙ্গে চুরমা- মেডেলজয়ীদের নিয়ে মজার মুহুর্ত নরেন্দ্র মোদীর

আরও পড়ুনঃমেসির চোখের জল মোছা টিস্যু কিনতে চান, জেনে নিন পকেটে রাখতে হবে কত টাকা

আরও পড়ুনঃটি২০ বিশ্বকাপ খেলবে রশিদ খান-মহম্মদ নবিরা, জানিয়ে দিলেন আফগানিস্তান টিমের মিডিয়া ম্যানেজার

এএফসি কাপে খেলার জন্য মুখিয়ে রয়েছেন এটিকে মোহনবাগানের গোল মেশিন রয় কৃষ্ণা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল করার জন্য মুখিয়ে রেয়ছেন তিনি। রয় কষ্ণা বলেছেন,'প্রথমবার এএফসি কাপ খেলবো। এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমরা ভাল করব বলেই আশাবাদী। পরের রাউন্ডে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য।' অপরদিকে এটিকে মোহনবাগানে যোগ দিয়েই এএফসি কাপের ম্যাচে খেলা নিয়ে রোমাঞ্চিত রয়েছেন হুগোবুমোস। নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য। সব মিলিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ও ফুরফুরে মেজাজে সবুজ-মেরুণ ব্রিগেড।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya