
লিগের খেলার শেষ ল্য়াপে এসে জমজমাট আইএসএল (ISL)। ৩ থেকে ৪টি ম্য়াচ বাকি প্রতিটি দলের। একমাত্র হায়দরাবাদ খুব অঘটন না ঘটলে সেমি ফাইনালের টিকিট নিশ্চিৎ করেছে। পয়েন্ট টেবিল যে জায়গায় রয়েছে তাতে প্রথম চারটি দল পেতে অপেক্ষা করতে হতে পারে লিগের শেষ ম্যাচ পর্যন্ত। শনিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স (TK Mohun Bagan vs kerala Blasters)। লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল সবুজ-মেরুণ ব্রিগেডের কাছে। কিন্তু শেষ মুহূর্তের গোলে কোনও মতে হার বাঁচিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই থেকে গেল জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)দল। অপরদিকে, দুরন্ত ফর্ম অব্য়াহত হায়দরাবাদ এফসির (Hyderabad Fc)। গোয়াকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল নিজামের শহরের দল। যদিও এটিকে মোহনবাগানের থেকে এক ম্য়াচ বেশি খেলেছে হায়দরাবাদ এফসি।
শনিবারের খেলায় ম্য়াচের ৭ মিনিটেউ গোল হজম করতে হয় এটিকে মোহনবাগানকে। আদ্রিয়ান লুনার গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। যদিও এক মিনিটও সেই লিড ধরে রাখতে পারেনি কেরালা। ৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরায় ডেভিড উইলিয়ামস। ম্য়াচের প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করে করে ফের কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন লুনা। এরপর ম্য়াচে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে সবুজ-মেরুণ ব্রিগেড। ম্য়াচের ইনজুরি টাইমের শেষ মুহুর্তে ৯৭ মিনিটে জনি কাওকোর গোলে ম্য়াচ ড্র করে এটিকে মোহনবাগান।
অপর ম্য়াচে ওগোবেচের জোড়া গোলের সৌজন্যে এফসি গোয়াকে ৩-২ গোলে হারাল হায়দরাবাদ এফসি। ম্য়াচের ২৫ মিনিটে গো করে হায়দরাবাদকে গোল করে এগিয়ে দেয় ওগোবেচে। যদিও ৩৫ মিনিটে মেন্ডোজার গোলে ম্য়াচে সমতায় ফেরে গোয়া। তার ঠিক ছয় মিনিটের মধ্যেই ফের হায়দরাবাদকে গোল করে এগিয়ে দেন ওগোবেচে। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-১ গোলে। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ফের পায় হায়দরাবাদ। জোয়াও ভিক্টরের গোলে এগিয়ে ব্যবধান ৩-১ হয়। ৭৩ মিনিটে একটি গোল শোধ করেন মুরগাওকর। যদিও আর সমতায় ফিরতে পারেনি গোায়া। ৩-২ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল হায়দরাবাদ।
শনিবার ড্রয়ের ফলে একদিকে যেমন লিগ টেবিলের শীর্ষ স্থানে ওঠার সুযোগ নষ্ট করল এটিকো মোহনবাগান। ১৬ ম্য়াচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। অপরদিকে, ১৭ ম্য়াচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে হায়দরাবাদ। ফলে হায়দরাবাদ ও এটিকে মোহনবাগান নিজেদের সব ম্য়াচ জেতে তাহলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এখনও রয়েছে জুয়ান ফেরান্দোর দলের। ৩২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদেরও শেষ চারের টিকিট পাকা হয়ে গিয়েছে বলা চলে। ১৫ ম্য়াচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলেরল তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর। ১৬ ম্য়াচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কেরালা ব্লাস্টার্স।