UCL 2026: চ্যাম্পিয়ন্স লিগে ৩-১ গোলে পরাজয় ম্যাঞ্চেস্টার সিটির। তবে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।
UCL 2026: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জমে উঠেছে। রিয়াল মাদ্রিদ যেন আবারও ছন্দে ফিরে এল চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে (real madrid vs as monaco fc)। এবার মোনাকোকে ৬-১ গোলে হারিয়ে দিল স্পেনের এই বিখ্যাত ক্লাব (real madrid vs as monaco)।
মোনাকোকে ৬-১ গোলে হারিয়ে দিল রিয়াল
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে ৩-১ গোলে পরাজয় ম্যাঞ্চেস্টার সিটির। তবে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।
ঠিক কয়েকদিন আগেই, যথেষ্ট চাপে ছিল রিয়াল। নেপথ্যে গোটা দলের বাজে পারফরম্যান্স। কিন্তু খারাপ সময় ক্ষণস্থায়ী। সেটাই যেন আবার প্রমাণিত হল। দুরন্ত জয়র মধ্যেই লড়াইতে ফেরত এল রিয়াল মাদ্রিদ।
মোনাকোকে ৬-১ গোলে পরাজিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রমাণ করল তারা। ভিনিসিয়াস জুনিয়র করলেন তিনটি অ্যাসিস্ট এবং একটি গোল। সেইসঙ্গে, এমবাপে করলেন জোড়া গোল।
সিটি পরাজিত হয় ৩-১ ব্যবধানে
এছাড়া বেলিংহ্যাম এবং মাস্তানতুয়ানো একটি করে গোল করেন। তবে একেবারেই ছন্দে নেই ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার ডার্বি হারের পর, এবার চ্যাম্পিয়ন্স লিগেও হারল তারা। নরওয়ের ক্লাব বোডোর বিরুদ্ধে পরাজিত হল তারা। ম্যাচের ২২ এবং ২৪ মিনিটে, বোডোকে এগিয়ে দেন কাসপার হোগ। দ্বিতীয়ার্ধে ফের দলের হয়ে গোল করেন পিটার হাউগা। তার একটু পরেই ব্যবধান কমান সিটির রায়ান চেরকি। তবে আর কোনও গোল হয়নি। সিটি পরাজিত হয় ৩-১ ব্যবধানে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

