
একদিকে যেখানে এখনও নতুন ইনভেস্টর ইমামির সঙ্গে চুক্তি সই করে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে আগামি সপ্তাহে হতে পারে চুক্তি। তারপরে দল গঠনে নামবে লাল-হলদ। সেখানে দল গঠন অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে প্রতিবেশী চিরপ্রতীদ্বন্দ্বী ক্লাব এটিকে মোহনবাগান। এবার দল বদ লের বাজারে মহা চমক দিল সবুজ-মেরুণ শিবির। আসন্ন মরুসুমে কলকাতার বড় ক্লাবে খেলতে আসছেন বিশ্বকাপার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে সই করাল এটিকে মোহনবাগান। ফলে কলকাতার মাটিতে খেলতে আসছে আরও একজন বিশ্বকাপার। এর আগেও বাংলার দুই বড় ক্লাবে খেলে গিয়েছেন নানা দেশের বিশ্বকাপার। শেষ ইস্টবেঙ্গলে খেলে গিয়েছেন কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা। যদিও খুব একটা আহামরি পারফরম্যান্স করতে পারেননি তিনি। এবার সবুজ-মেরুণ জার্সিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপারকে দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা।
২০১৮ সালে রাশিয়ায় আয়োজতি বিশ্বকাপে ২৩ জনের দলে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। তবে বিশ্বকাপে প্রথম একাদশে খেলার সৌভাগ্য হয়নি তার। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন দিমিত্রি পেত্রাতোস। বর্তমানে তার বয়সও খুব একটা বেশি নয়। মাত্র ২৯। ফলে কেরিয়ারের সেরা সময়ে ভারতে খেলতে আসছেন দিমিত্রি পেত্রাতোস। ২০১০-১১ মরসুমে সিডনি ফুটবল ক্লাবের হয়ে কেরিারর শুরু করেন তিনি। এর পর যোগ দেন মালয়েশিয়ার ক্লাব কেলান্তানে। ছ’মাস খেলার পর অস্ট্রেলিয়ায় ফিরে এসে যোগ দেন ব্রিসবেন রোরে। ২০১৭-য় নিউক্যাসল জেটস তাঁকে সই করায়। মাঝে লোনে কিছু দিন খেলেছেন দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসানে। তিন বছর জেটসের হয়ে খেলার পর সৌদি আরবের ক্লাব আল ওয়েহদাতে যোগ দেন। সেখান থেকেই গত বছর লোনে খেলেছেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে। সিডনি থেকে এ বার তিনি এটিকে মোহনবাগানে। দলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে দিমিত্রি পেত্রাতোসকে সই করানোর কথা জানানো হয়েছে। নতুন ক্লাবে যোগ দিয়ে খুশি অজি তারকা ফুটবলার।
প্রসঙ্গত, এটিকে মোহবাগান আসন্ন মরসুমকে পাখির চোখ করে দল গোছানো শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ফুটবলার ব্রেন্ডান হামিলকে সই করিয়েছে সবুজ-মেরুণ শিবির। সই করেছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে। এছাড়া ধরে রাখা হয়েছে আইরিশ ফুটলার কার্ল ম্যাকহিউকে। পেত্রাতোসকে সই করানোর ফলে ছয় বিদেশির কোটা পূরণ হয়ে গেল এটিকে মোহনবাগানে। এশীয় কোটার বিদেশি হিসাবেই যোগ দিচ্ছেন পেত্রাতোস। রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস দল ছাড়ার পর আক্রমণ বিভাগের খেলোয়ার নিয়ে যে চিন্তা তৈরি হয়েছিল, অজি বিশ্বকাপার যোগ দেওয়ায় তা অনেকটাই কমল বলে মনে করছেন এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।