আজ আইএসএলের (ISL) গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি এটিকে মোহনাগান ও ওড়িশা এফসি (ATK Mohun Bagan vs Odisha FC)। ম্য়াচ জিতলে সেমি ফাইনাল (Semi Final) প্রায় পাকা হবে সবুজ-মেরুণ ব্রিগেডে। লিগ টপার (League Topper)হওয়াই লক্ষ্য জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)দলের।
শেষ ল্য়াপে জমে উঠেছে আইএসএলের (ISL) লড়াই। ইতিমধ্যে প্রতিযোগিতার প্রথম দল হিসেবে সেমি ফাইনালের টিকিট অর্জন করে ফেলেছে হায়দরাবাদ এফসি। তবে এখনও তিনটি দল কারা হবে তা এখনও নিশ্চিৎ নয়। লড়াইয়ে রয়েছে এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও ওড়িশা এফসি (ATK Mohun Bagan vs Odisha FC)। এই ম্য়াচ জিততে পারলে অঙ্কের বিচারে শেষ চারের টিকিট প্রায় পাকা বলা যাবে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)দলের। একইসঙ্গে লিগ টপার হওয়ার সুযোগও থাকবে সবুজ-মেরুণ ব্রিগেডের। আর পয়েন্ট হারালে পড়তে হতে পারে সমস্যায়। এই পরিস্থিতিতে দলে চোট সমস্যা, তারকাদের ফর্মের অভাব যাই থাক না আক্রমণাত্মক ফুটবল কেলে জয় তুলে নেওয়াই প্রধান লক্ষ্য এটিকে মোহনবাগান কোচের।
ওড়িশা এফসি লিগ টেবিলের ৭ নম্বরে রয়েছে। শেষ চারে ওঠার সুযোগও নেই। তা সত্ত্বেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। জোনাথাস ওড়িশা দলের অন্যতম বিপজ্জনক খেলোয়াড়। ওঁর জন্য কি আলাদা পরিকল্পনা আছে? এই প্রশ্নের জবাবে ফেরান্দো বলেন,'আমাদের নীতি হল প্রতিপক্ষের সবাইকে নিয়ে ভাবো। একজন খেলোয়াড়ের ওপর বেশি মনোনিবেশ করা মানে অযথা শক্তির অপচয়। ওদের দলটা ভাল। ভাল বিদেশি রয়েছে ওদের দলে। জেরির মতো স্থানীয় ফুটবলার রয়েছে। ওদের পুরো দল নিয়েই ভাবতে হবে।' নিজের দলের ফুটবলারদের ফিটনেস প্রসঙ্গে তিনি বলেন,'এটা বলব না যে, আমার দলের সবাই একশো শতাংশ ফিট। কোভিড পরিস্থিতির পর সেটা সম্ভবও নয়। তবু এই অবস্থাতেও ফুটবলাররা যে অবস্থায় আছে, আমি খুশি'। মরসুম জুড়ে ভালো খেললেও শেষের দিকে এসে লিস্টন কোলাসোকে কেন কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছে সেই প্রসঙ্গে বাগান কোচ বলেন,'তিন সপ্তাহে ৬-৭টা ম্যাচ খেলতে হলে ক্লান্তি আসবেই। সব ক্লাবেরই একই সমস্যা। লিস্টন একশো শতাংশ দিতে তৈরি নয়। সুসাইরাজকে খেলানোর চেষ্টা চলছে। লিস্টনও মানুষ।' রয় কৃষ্ণার চোট প্রসঙ্গে বলেন,'রয় কৃষ্ণর চোটটা খুবই বাজে। তাই ওকে বুঝেশুনে মাঠে নামাতে হবে। প্রত্যেক ম্যাচে দেখে শুনে ওকে কখনও ২০ মিনিট, কখনও ৪০ মিনিট করে খেলিয়ে ম্যাচ ফিট করে তুলব। কারণ চূড়ান্ত মুহূর্তের ম্যাচগুলিতে রয় কৃষ্ণকে দরকার।'
ওড়িশাকে হারাতে পারলেই শেষ চারের টিকিট পাকা করা নিয়ে জুয়ান ফেরান্দো বলেন,'এসব নিয়ে ভাবছিই না। আমি শুধু তিন পয়েন্ট পাওয়ার কথা ভাবছি। তার পরে খেলোয়াড়দের ফের চাঙ্গা করে তুলে বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার কথা ভাবছি। কারণ, বৃহস্পতিবারের পরে ম্যাচ আবার রবিবার। সেরা চারে থাকা নিয়ে চিন্তা করছি না। চিন্তা করছি এক নম্বর জায়গাটা নিয়ে। আমাদের মানসিকতা এ রকমই। দুটো ম্যাচ খুব কাছাকাছি আছে আমাদের। আগামী কয়েকদিনে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাচ রয়েছে। আগামী দু’সপ্তাহ সমর্থকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। একাধিক দলের কাছেই শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে'। সব মিলিয়ে ওড়িশাকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।