করোনা আক্রান্ত লুইস সুয়ারেজ, আক্রান্ত উরুগুয়ের গোলরক্ষক সহ আরও এক

  • ফুটবল বিশ্বে অব্যাহত করোনার থাবা
  • কোভিড ১৯ পজেটিভ লুইস সুয়ারেজ
  • আক্রান্ত উরুগুয়ে দলের গোলরক্ষকও
  • আপাতত আইসোলেশনে দুই ফুটবলার
     

Sudip Paul | Published : Nov 17, 2020 9:00 AM IST

ফুটবল ফের থাবা বসাচ্ছে মারণ করোনা ভাইরাস। ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে জোর ধাক্কা খেল উরুগুয়ে দল। করোনা আক্রান্ত হলেন দলের সব  থেকে বড় তারকা প্লেয়ার লুইস সুয়ারেজ। শুধু সুয়ারেজ নয়, করোনা রিপোর্ট পজেটিভ এসেছে উরুগুয়ে দলের গোলরক্ষক রড্রিগো মুনজ। দুই প্লেয়ার ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন দলের সাপোর্ট স্টাফ মাতিয়াস ফারাল। দলে লাগাতার করোনার থাবায় অস্বস্তি বাড়ছে উরুগুয়ে দলে।

আরও পড়ুনঃকালী পুজোর উদ্বোধন করায় সাকিবকে প্রাণনাশের হুমকি, কেটে টুকরো টুকরো করে ফেলার শাসানি

দলে করোনার থাবায় ব্রাজিলের বিরুদ্ধে দল নামাতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে উরুগুয়ে টিম ম্যানেজমেন্ট। কারণ ব্রাজিলের বিরুদ্ধে প্রথম একাদশ বাছতে রীতিমত কালঘাম ছুটছে উরুগুয়ে কোচের। কারণ এই কদিনে সুয়ারেজ ও রড্রিগোর সংস্পর্ষে যারা এসেছেন তাদের করোনা রিপোর্ট কি আসে এখন সেটাও দেখার বিষয়। তবে আপাতত যেটুকু জানা যাচ্ছে, ব্রাজিলের মত হেভিওয়েট দলের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের একাধিক নতুন মুখকেই প্রথম একাদশে রেখে দল সাজানোর কথা ভাবছে উরুগুয়ে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃরাতের খেলায় তিনি নাকি এক নাইকাকে মিস করেন, বিস্ফোরক ইনস্টা পোস্ট কেএল রাহুলের

গত মার্চ মাস থেকে গোটা দুনিয়ার পাশাপাশি ফুটবল বিশ্বেও থাবা বসায় মারণ ভাইরাস। আক্রান্ত হয়েছিল একের পর এক তারকা প্লেয়ার। মাঝে সংক্রমণ অনেকটা কমায় ফিরেছিল কিছুটা স্বস্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক তারকা প্লেয়ার করোনা আক্রান্ত হওয়ায় সেই উদ্বেগ আবার দেখা দিয়েছে। এডেন হ্যাজার্ড, ক্যাসেমিরো, মহম্মদ সালাহা, রোনাল্ডিনহো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইব্রাহিমোভিচের মত প্লেয়ারা সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন লুইস সুয়ারেজ ও রড্রিগো।  আপাতত দুজনের শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে। আইসোলেশনে রয়েছেন দুই তারকা প্লেয়ার। 

আরও পড়ুনঃকরোনা কেড়েছে ২২ গজ, দরজায় দরজায় খাওয়ার বিলি করছেন আইসিসি বিশ্বকাপ খেলা ক্রিকেটার

Share this article
click me!