ব্যালন ডি অর নির্বাচনের নিয়মে আসছে বড়সড় রদবদল, জানুন বিস্তারিত

গত বছর সপ্তমবারের জন্য ব্যালন ডি অর (Ballon D or) জিতেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। এবার থেকে ব্যালন ডি অর বিজেতা নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন আনছে ফরাসী (France)সংস্থা। চারটি নিয়মের পরিবর্তন হচ্ছে।
 

ফিফা (FIFA) প্রতি বছর সেরা ফুটবলারের অ্য়াওয়ার্ড দিয়ে থাকে। তবে তার পাশাপাশি ব্যালন ডি অর (Ballon D or) কে পাচ্ছে সেদিকে নজর থাকে সকলেরই। জনপ্রিয়তার দিক থেকেও ফিফার বর্ষ সেরা পুরষ্কারকে টেক্কা দেয় ফ্রান্স ফুটবলের তরফ থেকে দেওয়া ব্যালন ডি অর। বিগত এক দশকের বেশি সময় ধরে এই পুরষ্কারের উপর একাধিপত্ব বজায় রেখেছে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristianoo Ronaldo)। কে কতবার এই শিরোপা পায় তা নিয়ে চলে টক্করও। ২০২০ সালে করোনা অতিমারীর কারণে ব্যালন ডি অর পুরষ্কার দেওয়া হয়নি। সেবার জয়ের নিরিখে এগিয়ে ছিল বায়ার্ন তারকা রবার্ট লেওনডস্কি। গতবার এই শিরোপা পান লিওনেল মেসি। সপ্তমবারের জন্য এই অ্যাওয়ার্ড জিতে নজির সৃষ্টি করেছো মেসি। যা নিয়ে বিতর্কও কম হয়নি। রবার্ট লেওনডস্কি কেন দেওয়া হল না তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ব্যালন ডি অর প্রদানকারী সংস্থাকে। এবার সেই ব্যান ডি অর কে পাবে তা নির্ণয়ে আসতে চলেছে বিরাট পরিবর্তন।

ব্যালন ডি অর দেওয়ার ক্ষেত্রে মূলত চারটি নিয়মের পরিবর্তন আনতে চলেছে ফরাসী সংস্থা। যার মধ্যে প্রথম হল এক বছরের বদলে এক ফুটবল মরসুমের সেরা ফুটবলারকে দেওয়া হবে এই অনন্য সম্মান। গত বছর পর্যন্ত এক ক্যালেন্ডার বছর অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হতো। এক ক্যালেন্ডার বছরে জানুয়ারি-জুলাই ও অগস্ট-ডিসেম্বর, এই দুই অর্ধ মরশুম পড়ত। তবে এবার থেকে সেই নিয়ম বদলে অগস্ট থেকে জুলাই এক ফটবল মরসুমের সেরা ফুটবলারকে দেওয়া হবে এই অ্যাওয়ার্ড। ছেলে ও মেয়ে উভয় ফুটবলেই এই নিয়ম প্রযোজ্য হবে। এবছর জুলাইয়ে  মহিলাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেই পারফরম্য়ান্স এবছর ব্যালনের ক্ষেত্রে বিবেচ্য হবে। কিন্তু পুরুষদের ফুটবল বিশ্বকাপের পারফরম্যান্স পরের বার বিবেচ্য হবে। দ্বিতীয়ত, ব্যালন ডি'অর যেহেতু ব্যক্তিগত পুরস্কার, তাই সাফ বলে দেওয়া হয়েছে যে এবার থেকে ফুটবলারদের দলগত সাফল্য নয়, বরং ব্যক্তিগত পারফরম্যান্সই সবার আগে বিবেচিত হবে, তারপরে দলগত সাফল্য নিয়ে বিচার বিবেচণা করা হবে। সেরা বাছাইয়ের তৃতীয় মানদণ্ড হিসাবে সেই ফুটবলারের সতত এবং দক্ষতার দিকে নজর দেওয়া হবে।

Latest Videos

তৃতীয়ত,এছাড়া এবার থেকে ব্যালন ডি অর বিজেতা নির্ণয়ের জন্য বিশেষজ্ঞের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এতদিন ফ্রান্স ফুটবল এবং এল ইকুইপের এডিটাররা মিলেই পুরুষদের ব্যালন ডি'অরের জন্য ৩০ জন, মহিলাদের জন্য ২০ জন এবং ইয়াশিন ও কোপা ট্রফির জন্য ১০ জন করে ফুটবলার বাছতেন। তবে এবার থেকে ব্যালন ডি'অর অ্যাম্বাসাডর দিদিয়ের দ্রোগবা ও গত বছরের ভোটারদের মধ্যে যে তিনজন সাংবাদিক সব থেকে আসল ফলাফলের কাছাকাছি ভোট দিয়েছিলেন, তাঁরাও এই ফুটবলার বাছাইয়ের কাজে যুক্ত হবেন। চতুর্থ এবছর থেকে ব্যালন নির্বাচনের জন্য ভোটারদের সংখ্যাও কমানো হচ্ছে। গত বছর ১৭০টি দেশের প্রতিনিধিরা ব্যালন ডি'অর পুরস্কারে নিজেদের ভোটদান করেছিলেন। ফিফার ক্রমতালিকায় থাকা প্রথম ১০০টি দেশের প্রতিনিধিরাই এবার থেকে নিজেদের ভোট দিতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে সেই সংখ্য়াটা ৫০টি। ব্যালন ডি অর প্রদানকারী সংস্থা দীর্ঘ দিন ধরেই ব্যালন ডি অর বেজিকা নির্ণে পরিবর্তন আনার কথা ভাবছিল। যাতে সিলেকশনের পর কোনওরকম বিতর্ক সৃষ্টি না হয় সেই কারণেই এই ভাবনা। ব্যালন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গোটা ফুটবল বিশ্ব।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?