জেনে নিন, ২০১৯-২০ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি পজিশন থেকে সেরা হতে পারেন কারা

  • ১ লা অক্টোবর ঘোষণা হবে পরবর্তী ইউসিএল সূচি
  • সেই দিনই জানা যাবে গত মরশুমের প্রতিটি পজিশনের সেরাদের নাম
  • তার সঙ্গে জানা যাবে গত মরশুমের ইউয়েফা প্রতিযোগিতাগুলিতে সেরা খেলোয়াড় কে
  • প্রতিটি বিভাগের নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে রয়েছে বায়ার্ন থেকে একজন করে
     

Reetabrata Deb | Published : Sep 18, 2020 6:27 AM IST

গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরাদের বেছে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১ লা অক্টোবর আগের মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড়দের বেছে নেওয়া হবে। তার সাথে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় এবং আগামী চ্যাম্পিয়ন্স লিগের সূচি ও গ্রূপ বিন্যাসও নির্ণয় করা হবে ওইদিন। তারপর ২০ শে অক্টোবর থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপ পর্বের খেলা। 

গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বায়ার্ন মিউনিখ। ফলে খুব স্বাভাবিক ভাবেই প্রতিটি বিভাগে অর্থাৎ গোলকিপিং, ডিফেন্স, মাঝমাঠ এবং আক্রমণভাগ, সব জায়গাতেই রয়েছে বায়ার্নের অসংখ্য ফুটবলার। সেরার পুরস্কার জেতার ক্ষেত্রে ফেভারিট বায়ার্নের তারকা স্ট্রাইকার লেয়নডস্কি। গত মরশুমে তিনি মোট ১০ টি ম্যাচ খেলে ১৫ টি গোল করেছিলেন। ফাইনালে গোল না পেলেও গোটা প্রতিযোগিতা জুড়ে নিয়মিত গোল করে এসেছেন তিনি। 

কোন বিভাগে কে কে রয়েছেন সেরার দৌড়ে তা দেখে নিন একনজরে

গোলকিপার -
• ম্যানুয়েল ন্যয়ার (বায়ার্ন মিউনিখ)
• কেইলোর নাবাস (পিএসজি)
• জান ওবল্যাক (অ্যাটলেটিকো মাদ্রিদ)

ডিফেন্ডার -
• ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ)
• আলফানসো ডেভিস (বায়ার্ন মিউনিখ)
• জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)

মিডফিল্ডার -
• কেভিন দি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)
• থমাস মুলার (বায়ার্ন মিউনিখ)
• থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ)

ফরোয়ার্ড -
• নেইমার জুনিয়র (পিএসজি)
• কিলিয়ান এমব্যাপে (পিএসজি)
• রবার্ট লেয়নডস্কি (বায়ার্ন মিউনিখ)

Share this article
click me!