মেসির দেশের ম্যাচ চলাকালীন গুলিবিদ্ধ ফুটবল কোচ, দেখুন ভাইরাল ভিডিও

Published : Nov 02, 2021, 11:42 PM ISTUpdated : Nov 02, 2021, 11:44 PM IST
মেসির দেশের ম্যাচ চলাকালীন গুলিবিদ্ধ ফুটবল কোচ, দেখুন ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

ফুটবল ম্যাচ (Football Match) চলাকালীন গুলিবিদ্ধ (Shot) কোচ। ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার (Argentina) তৃতীয় ডিভিশন ফুটবল ম্যাচ চলাকালীন। ঘটনায় ভিডিও ভাইরাল (Viral) নেট দুনিয়ায়। যা দখে আঁতকে  উঠবেন  আপনিও।  

চলছিল ফুটবল ম্যাচ। দুই দলের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। মাঠে সমর্থকদের মধ্যে ম্য়াচ ঘিরে ব্য়াপক উত্তেজনা। হঠাৎ গুলির শব্দ। কানে আসতেই প্রাণপণে পালাচ্ছেন  দুই দলের ফুটবলার, রেফারি, লাইন্সম্যানরা। ঘটনায় গুলিবিদ্ধ হন এক ফুটবল দলের কোচ। খেলা চলাকালীন কোচের শট আউটের ঘটনাটি ঘটেছে মেসির(Messi) দেশ আর্জেন্টিনায় (Argentina)। এই ঘটনার খবর সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে  ফুটবল বিশ্বে (Football World)। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। যা ঝড়ে গতিতে ছড়িয়ে পড়েছেনেট দুনিয়ায়। ভাইরাল ভিডিও (Viral Video) দেখে হতবাক সকলেই।

আর্জেন্তিনার ঘরোয়া লিগের খেলা চলাকালীন ঘটে এই ঘটনা। মেন্ডোজা প্রভিন্সের তৃতীয় ডিভিশনের ম্যাচে এই ঘটনা ঘটেছে। ম্যাচ চলছিল  হুরাকান লাস হেসার এবং ফেরো ডে জেনারেল পিকোর মধ্যে। হুরাকান ৩-১ গোলে এগিয়ে ছিল। ফুটবলের উত্তাপ ছড়িয়ে গ্যালারিতে। আশ্চর্যজনকভাবে ঘটনাটি ঘটেছে একই দলের দুই দল সমর্থকদের ঝামেলা থেকে। ম্যাচ চলাকালীন হুরাকান লাস হেরাসের দুই দল সমর্থক নিজেদের মধ্যে ঝামেলাতে জড়িয়ে পড়ে।  ঘটনা পৌছায় হাতাহাতা ও মারামারিতে। সেই সময় হঠাতই একদল গুলি চালায় বলে অভিযোগ। ঝামেলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন ক্লাবের কোচ। তার কাঁধে গুলি লেগেছে। এরপর আতঙ্কে প্রাণ বাঁচাতে পালিয়ে মাঠ ছাড়েন ফুটবলাররা।

 

 

ভিডিওতে স্পষ্ট ঝামেলা, গুলির শব্দ ও সকলের পালানোর ছবি। কোচ মরিসিও রোমেরো গুলিবিদ্ধ অবস্থায় মাঠেই লুটিয়ে পড়েন। তবে ভাগ্য ভালো তার প্রাণহানি হয়নি।  মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর তড়িঘড়ি তাকে হাসপাতালে স্থানান্তরীত করা হয়। অস্ত্রোপচারের পর আপাতত বিপদ মুক্ত হুরাকান লাস হেরাসের কোচ। আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে তাকে। ঘটনার জেরে আতঙ্কে  রয়েছেন তিনি। ইতিমমধ্যেই ঘটনায় কোচের বয়ান রেকর্ড করেছে পুলিস। শুরু হয়েছে ঘটনার তদন্ত। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে আহতের পরিবার, ক্লাব কর্তৃপক্ষ থেকে ক্লাবের সভ্য সমর্থকরা। দ্রুত সুস্থতা কামনা করেছেন কোচের।


PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?