সন্তানহারা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় শোক ভাঙা আর্তনাদ পর্তুগিজ ফুটবল তারকার

চার সন্তানের পিতা পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার জর্জিনা সন্তান সম্ভবা হওয়ার পর যমজ সন্তানের আশা করেছিলেন দুজনেই।  সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা ও দিয়েছিলেন দুজনে। অবশেষে শেষ রক্ষা হয়েও যেন হল না। সদ্যজাত সন্তানকে হারালেন ক্রিশ্চিয়ানো ও জর্জিনা। 
 

সন্তানহারা হওয়ার শোক হয় তো একজন পিত বা একজন মাতার থেকে ভালো আর কেউ বোঝে না। ঠিক যেমনটা ঘটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেজের জীবনে। সোমবার এমনই এক শোক বার্তা মিলেছে ক্রিশ্চিয়ানোর সোশ্যাল মিডিয়ায়। এদিন একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, 'তাঁর এবং জর্জিনার সদ্যজাত সন্তান মারা গিয়েছে।' তবে এই দুঃখের মাঝেই রয়েছে এক চিলতে আনন্দ। কারণ রোনাল্ডো এবং জর্জিনার পুত্র সন্তান এই পৃথিবীর মায়া ত্যাগ করলেও সুস্থ রয়েছেন তাঁদের কন্যা সন্তান।  

এদিন রোনাল্ডো ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন, 'আজ আমরা গভীরভাবে শোকাহত, কারণ আমাদের সদ্যজাত পুত্র সন্তান এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এটা এমনই এক যন্ত্রনা যা একজন মা এবং বাবাই অনুভব করতে পারে। বর্তমানে আমাদের সদ্যজাত কন্যা সন্তানের বেঁচে যাওয়াটাই আমাদের আসল শক্তি। ওর জন্য আমরা কিছুটা আনন্দ এবং আশার আলো দেখতে পাচ্ছি। 

Latest Videos

 

এরপর হাসপাতাল এবং চিকিৎসক- মণ্ডলীকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রোনাল্ডো। তিনি লিখেছেন, 'প্রত্যেক চিকিৎসক এবং নার্সকে আমাদের এই কঠিন সময়ে এতটা যত্নশীল হওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই রীতিমত বিধ্বস্ত। পাশাপাশি আমি সকলকে পরিবারের গোপনীয়তা বজায় রাখার আবেদন জানাচ্ছি।' সদ্যজাত পুত্রসন্তানের উদ্দেশ্যে তিনি লিখেছেন, 'আমাদের পুত্র তুমি আমাদের কাছে ঈশ্বরের পাঠানো দূত। আমরা তোমায় সবসময় ভালোবাসব।'

আরও পড়ুন- KKR vs RR- ব্যর্থ ফিঞ্চ-শ্রেয়সের লড়াই, চাহলের হ্যাটট্রিক সহ ৫ উইকেট, কলকাতাকে ৭ রানে হারাল রাজস্থান

আরও পড়ুন- জন্মদিনে জাপটে ধরে শুভেচ্ছা, কে এল রাহুলকে ভালোবাসায় ভরিয়ে দিলেন আথিয়া শেট্টি

আরও পড়ুন- 'বোনের' সঙ্গে চুটিয়ে সেক্স, করে দিয়েছিলেন গর্ভবতী, এখন কেমন আছেন এই তারকা ক্রীড়াবিদ

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে ক্রিশ্চিয়ানো একটি পোস্টের মাধ্যমে সকলকে জানিয়েছিলেন যে তাঁর এবং জর্জিনার কোল আলো করে আসতে চলেছে যমজ সন্তান। সেই পোস্টে সন্তানদের অবস্থানের স্ক্যান রিপোর্ট ও পোস্ট করেছিলেন ক্রিশ্চিয়ানো। তবে অবশেষে সেই আনন্দ পরিপূর্ণতা পায় নি। সন্তান ডেলিভারির সময়ই মৃত্যু হয় সদ্যজাত পুত্র সন্তানের। যদিও তাঁদের কন্যা সন্তান আপাতত ভালো আছেন। যদিও পিতা এবং মাতা হওয়ার আস্বাদ আগেই পেয়েছেন ক্রিশ্চিয়ানো এবং জর্জিনা। বর্তমানে সদ্যজাত এই কন্যা সন্তান ছাড়া আর ও চার সন্তান রয়েছে তাঁদের।ক্রিশ্চিয়ানো জুনিয়র ও মাতেয়ো নামের দুই পুত্র সন্তান এবং ইভা ও অ্যালানা নামে দুই কন্যা সন্তান রয়েছে তাঁদের। রোনাল্ডো এবং জর্জিনার এই কঠিন সময়ে তাঁদের জন্য দুঃখ প্রকাশ করেছেন রিয়েল মাদ্রিদ ও। তাঁদের ওয়েব পেজে এই ঘটনার প্রতিক্রিয়ায় জানানো হয়েছে যে, 'ক্লাব এবং ক্লাবের পরিচালনা পর্ষদ ক্রিশ্চিয়ানো এবং জর্জিনার এই জীবনের এই অপ্রত্যাশিত ঘটনায় গভীরভাবে শোকাহত।'

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today