'শ্বশুরমশাই' হলেন ডেভিড বেকহ্যাম, হলিউড অভিনেত্রীকে বিয়ে করলেন ছেলে ব্রুকলিন, দেখুন ছবি

জীবনের নতুন ইনিংস শুরু করলেন ডেভিড বেকহ্যামের (David Beckham) ছেলে ব্রুকলিন (Brooklyn) বেকহ্যাম। হলিউড অভিনেত্রী নিকোলা প্লেটজকে (Nicola Peltz)বিয়ে করলেন তিনি। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বেরহ্যাম পরিবার। 
 

দীর্ঘ বছর ফুটবলকে বিদায় জানালেও জনপ্রিয়তায় এখনও এতটুকু ভাঁটা পড়েনি ইংল্যান্ডের (England) প্রাক্তন তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের (David Beckham)। নানা সময়ে নানা কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। বয়স বাড়লেও তার মহিলা ফ্যান ফলোয়িংয়ের সংখ্যাও কমেনি, উল্টে বেড়েছে। তবে এবার হয়তো একটি বয়স্ক হলেন ডেভিড বেকহ্যাম। কারণ শ্বশুর হলেন ফুটবল তারকা। বিয়ে (Marry) করলেন বেকহ্যামের ছেলে ব্রুকলিন (Brooklyn)। ফলে পুত্রবধূর শ্বশুর মশাই হওয়ায় ছেলে ব্রুকুলিনের পাশাপাশি শুভেচ্ছার জোয়ারে  ভাসছেন বিশ্বের অন্যতম সেরা প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। সেই সোশ্যাল নিডিয়ায় শেয়ার করার পর মুহূর্তেক মধ্যে ঝড় তুলেছে নেট দুনিয়ায়। যা সকলেই খুব পছন্দ করেছেন। নবদম্পতিকেও শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। সকলের ভালোবাসা পেয়ে আপ্লুত ডেভিড বেকহ্যামের ছেলে ও পুত্রবধূ।

 

Latest Videos

 

ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ও ফ্যাশন ডিজাইনার তথা সঙ্গীত শিল্পী ভিক্টোরিয়া বেকহ্যামের সন্তান ব্রুকলিন। তার সঙ্গে ৩ বছরের থেকে বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন হলিউড অভিনেত্রী  নিকোলা পেল্টস (Nicola Peltz)। হলিউড ব্লকবাস্টার 'ট্রান্সফরমার'-এ অভিনয় নিকোলাকে অন্য পর্যায় নিয়ে গিয়েছে। ব্রুকলিন ও নিকোলাকে একসঙ্গে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে ডেটিংয়ে। বেশ কিছু মাস ধরে চলছিল তাদের বিয়ের জল্পনাও। অবশেষে শুভকাজটা সেরেই ফেললেন বেকহ্যাম পুত্র। বিয়ে ঘিরে ছিল চাঁদের হাট। হলিউডের নামীদামী একাধিক তারকা এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। রাজকীয় আয়োজন ও বিয়ের ছবিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বেকসও। সকলকে ধন্যবাদ জানিয়েছেন তারকা ফুটবলারের পরিবার।

 

 

 

 

সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবির নানান দৃশ্য পোস্ট করেন  ব্রুকলিন ও নিকোলা পেল্টস। বিয়ের পোশাকে ব্রুকলিন ও নিকোলার রাজবেশ অনেকেরই নজর কাড়ে। এদিকে, বিয়ের ছবিতে দেখা যায় 'বর'-এর বাবা ডেভিড বেকহ্যামকেও! ফুটবল সুপারস্টারকে ছেলে ব্রুকলিনের বিয়েতে খোশমেজাজেই দেখা যায়। ছবিতে ডেভিড বেকহ্যামের ভাই ক্রুজ ও রোমিওকেও দেখা যায়। বাবা-ছেলে একসঙ্গে ফটোশুটও করেন। আনন্দে কাটান পুরো পরিবার। বিয়ের এই আসরে আমন্ত্রিতের তালিকায় ছিলেন সেরেনা উইলিয়ামস, ইভা লঙ্গরিয়ারা সহ একাধিক নামী গুণী ব্যক্তিত্বরা। খাওয়ার মেনুতেও ছিল সব এলাহি আয়োজন। সব মিলিয়ে মহা ধুমধুমারে সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন ডেভিড বেকহ্যামের ছেলে। ব্রকুলিন ও নিকোলাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন বেকহ্যাম।


 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury