Diego Maradona: ক্রেতার অভাবে অবিক্রিত থেকে গেল মারাদোনার একাধিক জিনিস

নিলামে তোলা হয়েছিল দিয়াগো মারাদোনার (Diego Maradona) একাধিক জিনি। তালিকায় ছিল বাড়ি ও বিএম ডব্লু গাড়ি (BMW car) সহ ৯০টি জিনিস। কিন্তু দামী জিনিসগুলি ক্রেতার অভাবে অবিক্রিত থেকে গেল। 
 

Asianet News Bangla | Published : Dec 21, 2021 5:42 PM IST

অনেক আশা করে নিলামে তোলা হয়েছিল প্রয়াক কিংবদন্তী ফুটবলার দিয়াগো মারাদোনার  (Diego Maradona) ব্য়বহৃত একাধিক সামগ্রি। মনে করে হয়েছিল ফুটবল রাজপুত্রের ব্যবহৃত জিনিস কেনার জন্য বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিদের (Football Lovers) মধ্যে উৎসাহের ঢল নামবে।কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। ১৯৮৬-র আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ী মহানায়কের একাধিক জিনিস থেকে গেল অবিক্রিত। খুব একটা উৎসাহ দেখা গেল না ক্রেতাদের মধ্যে। মারাদোনার বুয়েনস আইরসের বাড়ি, গড়ি সহ মোট ৯০টি জিনিস। একটি বেসরকারি সংস্থা অনলাইনের মাধ্যমে নিলামে তুলেছিল মারাদোনোর এই সকল জিনিস। নাম দেওয়া হয়েছিল 'টেন অকশন'। কিন্তু অধিকাংশের বেশি জিনিস অবিক্রিত থাকা তা অবাক করেছে সকলকেই। বাধ্য নিলামের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওই  সংস্থা।

মারাদোনার যে সকল সামগ্রি নিলামে তোলা হয়েছিল তাদের মধ্যে অন্যতম হল নিজের মা-বাবার থাকার জন্য যে বাড়ি উপহার দিয়েছিলেন মারাদোনা, সেই বাড়িটি। । বুয়েনস আইরসের ভিলা ডেভোতোর প্রাথমিক দর রাখা হয়েছে ৯ লক্ষ ডলার। শুধু বাড়িই নয়, নিলামে তোলা হয়েছে মারাদোনার বিএমডব্লু গাড়িও (BMW Car)। আর্জেন্তাইন তারকার ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হয়েছে। যার মধ্যে রয়েছে বিএমডব্লু ৭৫০। এই গাড়িতে চেপেই একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন মারাদোনা। গাড়ির ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লক্ষ ডলার। কিংবদন্তির বাড়ি, গাড়ির পাশাপাশি তাঁর ব্যবহৃত বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। এই তালিকায় রয়েছে মারাদোনার জুতো, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি শার্ট, সই করা গিটার, সিগার ইত্যাদি।

Latest Videos

আয়োজকরা জানিয়েছেন যে লাতিন আমেরিকা, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এবং দুবাই জুড়ে নিলামে অংশ নিয়েছিলেন ১৫০০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা। নিলামটি হয় মাত্র তিন ঘন্টার। শুধুমাত্র ২৬ হাজার ডলারের জিনিস বিক্রি হয়েছিল। ভারতীয় টাকায় যার মূল্য  ১৯ লক্ষ ৬৬ হাজারের কিছু বেশি। গণনা অনুসারে, ১.৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পত্তি নিলামে তোলা হয়েছিল। কিন্তু অবিক্রিত থেকে গিয়েছে প্রায়  ১ লক্ষ কোটি টাকার বেশি মূল্যের জিনিস। নিলামে সবথেকে বেশি দামে বিক্রি হয় মারাদোনার লু সেদোভার আঁকা ছবিটি। যার দাম ১ লক্ষ ৬৩ হাজার টাকা। মারাদোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ লক্ষ ২১ হাজার টাকায়। মারাদোনার নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে। তবে গাড়ি-বাড়ি সহ দামি জিনিসগুলি অবিক্রিত থেকে গিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati