টিভি চ্যানেল থেকে অনলাইন, জেনে নিন ভারতে কোথায় দেখা যাবে ইউরো কাপের সব ম্যাচ

  • ১১ জুন মধ্য রাত থেকে শুরু ইউরো কাপ
  • প্রথম ম্য়াচে মুখোমুখি হবে ইতালি ও তুরস্ক
  • একমাস ধরে চলবে ইউরো সেরা হওয়ার লড়াই
  • ফুটবল উন্মাদনায় মাততে প্রস্তুত গোটা বিশ্ব

১১ জুন মধ্যরাত থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইউরো কাপ। গত বছর এই প্রতিযোগিতার হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারমে ২০২০ সালে স্থগিত হয়ে যায় ইউরো কাপের আসর। তবে এবার কোভিড বিধি মেনেই শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ও জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। এই প্রথমবার ইউরো কাপের ইতিহাসে ১১ টি দেশের ১১টি স্টেডিয়ামে আয়োজিত হবে আন্তর্জাতিক মঞ্চে ইউরো সেরার প্রতিযোগিতা।

Latest Videos

ইউরো শুরুর অপেক্ষায় প্রহর গুনছে গোটা বিশ্ব। করোনা আবহে মনোরঞ্জনের জন্য প্রিয় দেশের খেলা দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিরা। কিন্তু কোন চ্যানেল বা অনলাইনেই বা কোথায় দেখা যাবে এবারের ইউরো কাপ তা নিয়ে অনেকেই সন্দিহান। ইউরো কাপ ভারতে দেখা সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। সোনি টেন টু, টেন থ্রি এসডি ও এইচডি-তে দেখা যাবে টুর্নামেন্টের সব ম্যাচ। এছাড়া মালায়ালম ও বাংলায় সোনি সিক্স এসডি ও এইচডি চ্যানেলে।

বর্তমানে ইন্টারনেটের যুগ। স্মার্ট ফোন হাতে খেলা দেখার দর্শক সংখ্য়াও নেহাত কম নয়। তাই অন্যান্য স্পোর্টিং ইভেন্টের মত ইউরো কাপেও লাইভ অনলাইন স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অনলাইনে সোনি লিভ অ্যাপে দেখা যাবে ইউরো কাপের সব ম্যাচ। ১১ জুন মধ্যরাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে ইউরো কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইতালি ও তুরস্ক। এক মাস পর ১২ জুলাই ইংল্যান্ডের ওয়েম্বলিতে হবে এবারের ইউরোর মেগা ফাইনাল।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi Live: দিল্লিতে মেগা জনসভা মোদীর, কী বার্তা, দেখুন সরাসরি
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
শুক্রবার ৩ জানুয়ারি এই ব্যক্তিদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল
তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনায় BSF-কে দায়ী মমতার, পাল্টা মমতাকে ধুয়ে যা বললেন Dilip Ghosh
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে