আইএসএল সেমি ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই এটিকে মোহনবাগান ও হায়দরাবাদের, প্রথমার্ধে খেলার ফল ১-১

আইএসএল সেমি ফাইনালে (ISL Semi Final)মুখোমুখি এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি (ATK Mohun Bagan vs Hyderabad FC)। ম্যাচের প্রথমার্ধের খেলার ফল  ১-১। সবুজ-মেরুণ ব্রিগেডের হয়ে গোল করেন রয় কৃষ্ণা (Roy Krishna)। নিজামের শহরের দলের হয়ে গোল শোধ করেন বার্থলোমেউ ওগবেচে (Bartholomew Ogbeche)। 
 

তৃতীয় দল হিসেবে আএসএলে ২০২১-২২ (ISL 2021-22) মরসুমের সেমি ফাইনালের (Semi Final) যোগ্যতা অর্জন করে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। অপরদিকে লিগ টেবিলের দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পাকা করে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ফলে সেমি ফাইনালে সাক্ষাৎটা যে হাড্ডাহাড্ডি  হবে সেই আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। আর আইএসএলের দ্বিতীয় সেমি ফাইনালের প্রথম হাফে তুল্যমূল্য লড়াই হল জুয়ান ফেরান্দো (Juan Ferrando)ও মানোলো মারকুয়েজের (Manolo Márquez) দলের মধ্যে। ম্য়াচের প্রথমার্ধের শেষে খেলার ফল ১-১। এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন দলের প্রধান স্ট্রাইকার রয় কৃষ্ণা (Roy Krishna)। অপরদিকে, প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল  করে হায়দরাবাদ এফসিকে লড়াইয়ে ফেরায় এবার আইএসএলের অন্যতম সেরা স্ট্রাইকা বার্থলোমেউ ওগবেচে (Bartholomew Ogbeche)। 

এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় জুয়ান ফরান্দোর দলকে। একের পর এক আক্রমণ গড়ে তোলে এটিকে মোহনবাগান। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই ৩বার গোল করার মত সুযোগ পেয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেড। কিন্তু গোলের মুখ খুলতে পারছিল বাগানের অ্যাটাকিং লাইন। কিন্তু একের পর এক আক্রমমে ব্যাতিব্যস্ত করে রেখেছিল হায়দরাবাদ এফসির রক্ষণকে। যার ফলে মেলে ম্যাচের ১৮ মিনিটে। বাঁ-দিকের উইংয়ে লিস্টন কোলাসো দুর্ধর্ষ আক্রমণ করে। তাপ স্কিলে একেবারে হতভম্ব হয়ে যান হায়দরাবাদের সাইড ব্যাক নিম দর্জে। কোলাসোর বাড়ানো বল থেকেই একেবারেই স্ট্রাইকারদের মতো ঝাঁপিয়ে পড়ে বল জালে জড়িয়ে দেন রয় কৃষ্ণ। ১-০ এগিয়ে গোলে এগিয়ে দেয় এটিকে মোহনবাগানকে।

Latest Videos

 

 

এক গোল হজম করার পর সমতা ফেরানোর জন্য ঝাপায় হায়দরাবাদ এফসিও। ধীরে ধীরে মাঝমাঠকে সঙ্ঘবদ্ধ করে একের পর এক আক্রমণ গড়ে তোলে মানোলো মারকুয়েজের দল। একটা সময় যখন মনে হচ্ছিল লিড নিয়েই বিরতিতে যাবে এটিকে মোহনবাগান। তখন প্রথমার্ধের ইনজুরি টাইমের শেষ মুহর্তে ফের একবার হায়দরাবাদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ওগবেচে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ইয়াসিরের কর্ণার মোহনবাগা রক্ষণে বিশাল সমস্যা তৈরি করে। বল ক্লিয়ার করতে ব্যর্থ হন প্রীতম কোটালরা, এমনকী হ্যান্ডবলেরও দাবি উঠে। তবে শেষে হুয়ানানের ক্রস থেকে হেডার থেকে গোল করে হায়দরাবাদকে ম্যাচে ফেরান ওগবেচে। এটি এই মরশুমে তাঁর ১৮তম গোল। এই গোলের পর ১-১ সমতাতে বিরতিতে যায়  এটিকে মোহনবাগান ও হায়দরাাদ এফসি। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury