ISL 2021, মুম্বই ম্যাচে লক্ষ্য তৃতীয় জয়, আত্মবিশ্বাসী হাবাস ব্রিগেড

বুধবার আইএসএলে (ISL) এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) তৃতীয় প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য অ্যান্টোনিও লোপেজ  হাবাসের (Antonio Lopez Habas) দল। ম্য়াচের আগে দলের নানা দিক নিয়ে মুখ খুললেন বাগান কোচ। 
 

প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ৪-২ গোলে জয় ও দ্বিতীয় ম্য়াচে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)বিরুদ্ধে ৩-০ গোলে জয়। আইএসএল ২০২১-২২ (ISL 2021-22) মরসুমের শুরুটা অনবদ্য  করেছে এটিকে মোহনবাগান (ATK MohunBagan)। বিশেষ করে কলকাতা ডার্বি জয়ের পর আত্মবিশ্বাসে টগবগকর ফুটছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas)দল। বর্তমানে২ ম্যাচে  ৭পয়েন্টনিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। বুধবার তৃতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। গতবার আইএসএল ফাইনালে এই দলের বিরুদ্ধে হেরে ট্রফি জয়ের স্বপ্ন  অধরা থেকে গিয়েছিল। তীরে এসে তরী ডুবেছিল বাগানের। গতবারের ফাইনাল হারের বদলা নেওয়ার পাশাপাশি চলতি মরসুমে  জয়ের হ্যাটট্রিক  করাই লক্ষ্য হাবাসের ব্রিগেডের। তৃতীয় ম্যাচের আগে দল কতটা আত্মবিশ্বাসী থেকে মুম্বইকে কতটা সমীহ করছে তার দল, সব বিষয়ে মুখ  খুললেন বাগানের স্প্যানিশ কোচ। 

Latest Videos

তৃতীয় ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে বাগান কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল পরপর দুটি ম্যাচ জিতে তার দল কতটা আত্মবিশ্বাসী  বা অতিরিক্ত আতত্মবিশ্বাস কী  কাঁটা হতে পারে। হাবাস বলেন,'প্রত্যেক ম্য়াচে জয় দরকার। প্লেয়ারদের জয়কে অভ্যাসে পরিণত করাটা খুবই প্রয়োজনীয়। গোটা দল আত্মবিশ্বাসী রয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা হাল্কাভাবে নেওয়ার কোনও জায়গা নেই।' প্রথম ২ ম্যাচে গোয়ার বিরুদ্ধে জয় পেলেও, হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই দলকে। গতবারের দলের থেকে অনেক পরিবর্তন হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে।  বর্তমানে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। তবে প্রতিপক্ষের প্রতি সমীহের শোনা গেল হাবাসের গলায়।  বললেন,'মুম্বইয়ের কোচ সহ বেশ কিছু প্লেয়ার পরিবর্তন হয়ছে। গত ম্যাচ হারলেও, মুম্বই দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। প্রতিটি ম্যাচ নতুন ম্যাচ। ফলে হাল্কাভাবে নেওয়ার কোনও জায়গা নেই।  আমাদের দল ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী।'

দল দুটি ম্যাচ অনবদ্য পারফরমেন্স করলেও দলের কোন কোন বিভাগে উন্নতি করা উচিৎ সেই বার্তাও দিয়েছেন হাবাস।  বাগান কোচ বলেছেন, 'দল প্রতি ম্যাচের সঙ্গে উন্নতি করছে। ছেলেদের প্রধান কাজ সেই জায়গাটা ধরে রাখা ও আরও উন্নতি করা। তবে  কোনও মতেই যেন পারফরমেন্স গ্রাফ নীচের দিকে না যায়। আমরা সবাই পেশাদার। সবাই নিজেদের কাজের প্রতি ওয়াকিবহাল। রক্ষণে এখনও কিছুটা উন্নতি করা উচিৎ।' প্রথম দুই ম্য়াচে দল জিতলেও একাধিক সুযোগ মিস করেছিল এটিকে মোহনবাগান। সেই বিষয়ে হাবাসকে  জিজ্ঞসা  করে  হলে দলের  সমর্থনে দাঁড়িয়ে সবুজ-মেরুণ কোচ বলেন, 'প্রতি ম্যাচেই বড় ব্যবধানে  জয় সম্ভব নয়। সব সুযোগকাজে লাগানোও সম্ভব নয়। বিশ্বের বড় বড় ক্লাবরাও প্রতি ম্যাচ  বড় ব্যবধানে জেতে না। সব থেকে গুরুত্বপূর্ণ হল প্রতি ম্যাচে জয় পাওয়া।'

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News