ISL 2021, মুম্বইকে হারিয়ে গতবারের ফাইনাল হারের বদলা চাইছে এটিকে মোহনবাগান

আইএসএল ২০২১-২২ (ISL 2021-22) -এর তৃতীয় ম্যাচে আজ এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (ATK Mohun Bagan vs Mumbai City FC)।  টানা তৃতীয় জয়ের লক্ষ্যে অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। অপরদিকে দ্বিতীয় জয় পেতে মরিয়া গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা (ISL Champion)।

আইএসএল ২০২১-২২ (ISL 2021-22) মরসুমের তৃতীয় ম্যাচে আজ মুম্বই সিটি এফসির (Mumbai City FC) মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গতবারের ফাইনালিস্ট দুই দলের লড়াই ঘিরে চড়ছে উন্মাদনার  পারদ। মুম্বইয়ের কাছেই হারে গতবার আইএসএল ট্রফি (ISL Trophy)জয়ের স্বপ্ন  অধরা থেকে গিয়েছিল অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দলের।  এছাড়া গতবার গ্রুপ পর্বেও মুম্বইয়ের বিরুদ্ধে জয় অধরা থেকে গিয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেড। এবার সেই হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে হাবাস ব্রিগেড। ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ৪-২ গোলে ও এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)বিরুদ্ধে ৩-০ গোলে ম্য়াচ জিতে মরসুমের শুরুটা দুরন্ত শুরু করেছে এটিকে মোহনবাগান। তৃতীয় ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করাই লক্ষ্য রয় কৃষ্ণা (Roy Krishna), হুগো বুমোস (Hugo Boumous) ও জনি কাউকোদের (Joni Kauko)।

আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান-
রক্ষণাত্মক ফুটবল খেলে কাউন্টার অ্যাটাক নয়, এই মরসুমে প্রথম  দুই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে ৭ গোল করে ফেলেছে এটিকে মোহনবাগান। তৃতীয় ম্যাচেও সেই ধারাই বজায় রাখা লক্ষ্য সবুজ-মেরুণ ফুটবলারদের। দলের উইনিং কম্বিনেশন  ভাঙার সম্ভাবনাও কম। দলের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী অ্য়ান্টোনিও লোপেজ হাবাস। তিনি বলেছেন, ‘প্রত্যেক ম্য়াচে জয় দরকার। প্লেয়ারদের জয়টাকে অভ্যেসে পরিণত করাটা খুবই প্রয়োজন। গোটা দলই আত্মবিশ্বাসী রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা মুম্বইকে হাল্কা ভাবে নেওয়ার কোনও জায়গা নেই।’ এর সঙ্গেই হাবাস মুম্বই টিম নিয়ে বলেছেন, ‘মুম্বইয়ের কোচ সহ বেশ কিছু প্লেয়ার পরিবর্তন হয়েছে। আগের ম্যাচে ওরা হারলেও, মুম্বই দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। প্রতিটি ম্যাচ নতুন ম্যাচ। ফলে কোনও কিছুর বিনিময়ে ওদের হাল্কা ভাবে নিচ্ছি না। তবে আমাদের দল ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী।’ মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড।\

Latest Videos

ছন্দে ফিরতে মরিয়া মুম্বই সিটি এফসি-
অপরদিকে,  এই মরসুমে  নিজেদের চেনা ছন্দে নেই মুম্বই সিটি এফসি। প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে ৩-০  গোলে জয় পেলেও, হায়দরাবাদের বিরুদ্ধে ৩-১  গোলে হারতে  হয়েছে মানোলো মারকুয়েজের দলকে। এই মরসুমে কোচ সহ বেশ কিছু প্লেয়ার পরিবর্তন হয়েছে। বর্তমানে লিগ টেবিলের  ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। এটিকে  মোহনবাগানের বিরুদ্ধে অনুশীলনে  নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে আঙ্গুলো, ফারনান্ডেজ, ক্যাসিনহো,রাল্টেরা। কৃষ্ণা, হুগো, বুমোস, কোলাসো দের রোখার জন্য পরিকল্পনাও তৈরি করেছে মুম্বই। সব মিলিয়ে লড়াই দেওয়া জন্য প্রস্তুত গতবারের চ্যাম্পিয়নরা।

ম্য়াচ প্রেডিকশন-
চলতি মরসুমে আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান। রক্ষণ, আক্রমণ থেকে মাঝমাঠ সব বিভাগেই সংঙ্ঘবদ্ধ ফুটবল খেলছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। অপরদিকে এখনও পুরোপুরি ছন্দে আসতে পারেনি মুম্বই।সব মিলিয়ে আজকের ম্যাচে এটিকে  মোহনবাগানকেই ফেভারিট মানছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury