ISL 2021- 'ত্রিফলা' আক্রমণেই কেরালা বধের ছক সবুজ-মেরুণের

১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে আইএসএল (ISL) । প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও কেরালা  ব্লাস্টার্স (ATK Mohun Bagan vs Kerala Blasters)।  ম্য়াচের আগে আত্মবিশ্বাসী অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। 
 

এটিকের সঙ্গে এক হওয়ার পর গত মরসুমেই আইএসএল জয়ের স্বপ্ন দেখেছিল মোহনবাগান। পুরো প্রতিযোগিতা দুরন্ত ফুটবল খেললেও, ফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হেরে অধরাই থেকে গিয়েছিল ট্রফি জয়। আজ থেকে শুরু হচ্ছে আইএসএলের ২০২১-২২ (ISL 2021-22) মরসুম। প্রথম ম্যাচেই মাঠে নামছে গতবারের রানার্স এটিকে মোহনবাগান (ATK MohunBagan)। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গতবার আইএসএল অভিযানও কেরালা ব্লাস্টার্সকে হারিয়েই শুরু করেছিল  সবুজ-মেরুণ ব্রিগেড।  ১-০ গোলে ম্যাচ জিতেছিল অ্যান্টোনিও লোপেজ হাবাসের  (Antonio Lopez Habas)দল। এবারও গগতবারের পুনরাবৃত্তি চাইছে এটিকে মোহনবাগান। ম্যাচে গোলের জন্য দলের 'ত্রিফলা' আক্রমণের দিকেই তাকিয়ে সবুজ-মেরুণ সমর্থকরা। 

Latest Videos

আইএসএলের নতুন নিয়ম অনুযায়ী চার জনের বিদেশী খেলাতে পারবে না কোনও দল। তবে এটিকে মোহনবাগান দলে ৪ জন তারকা বিদেশী প্লেয়ার রয়েছে। যার ফলে দল গঠনের আগেও ভাবতে হবে বাগানের 'হাবাস স্যার'-কে। কারণ রক্ষণে বা ডিফেন্সিভ মিডফিল্ডে কার্ল ম্যাকহিউর খেলা প্রায় নিশ্চিৎ।  ফলে আক্রমণ বিভাগে রয় কৃষ্ণার (Roy Krishna) খেলা ১০০ শতাংশ নিশ্চিৎ। এছাড়া হুগো বুমোস (Hugo Boumous) ও জনি কাউকোর (Joni Kauko) প্রথম এগারোয় থাকার সম্ভাবনাই বেশি। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন  হুগো-জনি-কৃষ্ণ -র  ত্রিফলা আক্রমণ একসঙ্গে কাজ করতে শুরু করলে যে কোনও দলের রক্ষণে ত্রাস তৈরি হবে। ফলে লিস্টন কোলাসো,তিরি, ডেভিড উইলিয়ামসরা হয়তো কোন বিদেশীর পরিবর্ত হিসেবেই  মাঠে নামার সুযোগ পাবেন। তবে  দল গঠন বা আক্রমণ বিভাগ নিয়ে কোনও আভাস দিতে চাইছেন না অ্য়ান্টোনিও  লোপেজ হাবাস। এটিকেএমবি কোচ বলেছেন,'কাজটা কঠিন। কিন্তু তার জন্যই তো বেতন পাই। পরিস্থিতি বুঝে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাব। আমার দল তৈরি।' প্রথম ম্যাচে যে  জয় ছাড়া কিছুই চাইছেন না বাগান কোচ তা সাফ জানিয়ে দিয়েছেন হাবাস।

নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও, প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন অ্য়ান্টোনিও লোপেজ হাবাস। কারণ  দীর্ঘদিন ধরে দল নিয়ে অনুশীলন করেছেন কেরালার নতুন কোচ সার্বিয়ার ইভান ভুকোমানোভিচ। খেলেছেন একাধিক প্রস্তুতি ম্যাচও। ‍‘এ’ লিগ চ্যাম্পিয়ন মেলবোর্ন সিটির মিডফিল্ডার উরুগুয়ের আদ্রিয়ান লুনা, চেন্নাইয়িন এফসি-র এনেস সিপোভিচ, আর্জেন্টিনার ফরোয়ার্ড হর্হে পেরেরা দিয়াস, ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রাক্তন স্টপার মার্কো লেসকোভিচ, স্পেনীয় আলভারো ভাস্কেজরা থাকায় কেরলও শক্তিশালী। সঙ্গে রয়েছেন হরমনজ্যোৎ সিংহ খাবরা, ভারতের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা সঞ্জীব স্তালিনরাও। কেরল দল নিয়ে হাবাস বলছেন,'ওদের সম্পর্কে বিশ্লেষণ হয়েছে। বিপক্ষকে শ্রদ্ধা করি। তবে নিজেদের দল কেমন সেটাই ৮৫ শতাংশ গুরুত্বপূর্ণ। বাকি ১৫ শতাংশ বিপক্ষের খেলার উপরে নির্ভর করবে।' তবে নিজের দলের ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী বাগান কোচ। জয়  দিয়ে প্রিয় ক্লাবের মরসুমশুরু দেখার অপাক্ষায় কোটি কোটি সবুজ-মেরুণ  সমর্থকরা।

/p>

Share this article
click me!

Latest Videos

‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba