আইএসএলে এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গলের দুটি ডার্বি থেকে সম্পূর্ণ সূচি, দেখে নিন এক ঝলকে

ডুরান্ড কাপের মধ্যেই আইএসএলেরর (ISL 2022-23) আগামি মরসুমের সূচি প্রকাশ করল এফএসডিএল (FSDL)। ৭ অক্টোবর থেকে শুরু প্রতিযোগিতা। পরিবর্তন আনা হচ্ছে প্রতিযোগিতার ফর্ম্যাটে (Format)। দেখে নিন ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের সম্পূর্ণ সূচি।
 

Web Desk - ANB | Published : Sep 2, 2022 2:05 PM IST

ঘোষিত হয়ে গিয়েছে আইএসএল ২০২১-২২ মরসুমের সূচি।  ৭ অক্টোববর থেকে শুরু হবে খেলা। লিগ পর্বের খেলা চলবে ২৬ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতা শুরুর প্রথম দিনই মাঠে নামছে বাংলার দুই প্রধানের মধ্যে অন্যতম ইমামি ইস্টবেঙ্গল। এবারের আইএসএলে ৩ বছর পর লিগ রাউন্ডে ফিরছে হোম-অ্যাওয়ে ম্যাচ। প্রতিযোগিতার শুরু থেকেই ফিরছে খেলার 'প্রাণ ভোমরা' দর্শক। প্রতিযোগিতার ফর্ম্যাটেও কিছুটা বদল আনা হয়েছে। বিশেষ করে প্লে অফ রাউন্ডে। এবার সরাসরি চার দলের সেমি ফাইনাল আয়োজন করা হবে না। লিগের শীর্ষস্থানে থাকা দুটো দল সেমিফাইনালে প্রবেশ করবে। তৃতীয় থেকে ষষ্ঠস্থানে থাকা দলগুলো সিঙ্গল লেগ প্লে অফ খেলবে। সেখান থেকে দুটো দল সেমিফাইনালে প্রবেশ করবে।  সেমি ফাইনাল খেলা হবে দুই পর্বে। 

আইএসএলের সূচি প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলার ফুটবল প্রেমিদের উৎসাহ ওউন্মাদনা বাড়তি মাত্রা পেয়েছে। প্রিয় দলের লিগ পর্বের কবে কোন খেলা ও মরসুমের দুই ডার্বি ক বে অনুষ্ঠিত হবে তা জানার কৌতুহল রয়েছে ক্রীড়া প্রেমিদের মধ্যে। ৭ অক্টোবর মরসুমের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল কেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ১০ অক্টোবর এটিকে মোহনবাগানের মরসুমের প্রথম ম্যাচ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। আইএসএলের প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম ডার্বি আয়োজিত হবে ২৯ অক্টোবর শনিবার। এটির আয়োজন করবে এটিকে মোহনবাগান। দ্বিতীয় ডার্বি হবে ২৫ ফেব্রুয়ারি, ২০২৩। শনিবার। এটির আয়োজন করবে ইস্টবেঙ্গল। মরসুমের দুটি ডার্বিই হবে সল্টলেক যুবভারতীয় স্টেডিয়ামে।

আইএসএল ২০২২-২৩ পর্বে ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচি, দেখে নিন এক ঝলকে-

ইমামি ইস্টবেঙ্গলের সূচি:
৭ অক্টোবর ২০২২: কেরালা বনাম ইস্টবেঙ্গল
১২ অক্টোবর ২০২২: ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
২০ অক্টোবর ২০২২: নর্থইস্ট বনাম ইস্টবেঙ্গল
২৯ অক্টোবর ২০২২: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
৪ নভেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি
১১ নভেম্বর ২০২২: বেঙ্গালুরু বনাম ইস্টবেঙ্গল
১৮ নভেম্বর ২০২২: ওড়িশা বনাম ইস্টবেঙ্গল
২৭ নভেম্বর ২০২২: জামশেদপুর এফসি বনাম ইস্টবেঙ্গল
৯ ডিসেম্বর ২০২২: হায়দরাবাদ বনাম ইস্টবেঙ্গল
১৬ ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি
৩০ ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু
৭ জানুয়ারি ২০২৩: ওড়িশা বনাম ইস্টবেঙ্গল
১৩ জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম জামেশেদপুর
২০ জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ
২৬ জানুয়ারি ২০২৩: এফসি গোয়া বনাম ইস্টবেঙ্গল
৩ ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম কেরালা
৮ ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩: চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল
১৯ ফেব্রুয়ারি ২০২৩: মুম্বই সিটি বনাম ইস্টবেঙ্গল
২৫ ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান

এটিকে মোহনবাগানের সূচি:
১০ অক্টোবর ২০২২: মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি
১৬ অক্টোবর ২০২২: কেরালা বনাম মোহনবাগান
২৯ অক্টোবর ২০২২: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
৬ নভেম্বর ২০২২: মুম্বই সিটি বনাম মোহনবাগান
১০ নভেম্বর ২০২২: মোহনবাগান বনাম নর্থইস্ট
২০ নভেম্বর ২০২২: এফসি গোয়া বনাম মোহনবাগান
২৬ নভেম্বর ২০২২: মোহনবাগান বনাম হায়দরাবাদ
৩ ডিসেম্বর ২০২২: বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান
৮ ডিসেম্বর ২০২২: মোহনবাগান বনাম জামশেদপুর এফসি
১৫ ডিসেম্বর ২০২২: ওড়িশা বনাম মোহনবাগান
২৪ ডিসেম্বর ২০২২: নর্থইস্ট বনাম মোহনবাগান
২৮ ডিসেম্বর ২০২২: মোহনবাগান বনাম এফসি গোয়া
১৪ জানুয়ারি ২০২৩: মোহনবাগান বনাম মুম্বই
২১ জানুয়ারি ২০২৩: চেন্নাইয়িন বনাম মোহনবাগান
২৮ জানুয়ারি ২০২৩: মোহনবাগান বনাম ওড়িশা
৫ ফেব্রুয়ারি ২০২৩: মোহনবাগান বনাম বেঙ্গালুরু
৯ ফেব্রুয়ারি ২০২৩: জামেশদপুর বনাম মোহনবাগান
১৪ ফেব্রুয়ারি ২০২৩: হায়দরাবাদ বনাম মোহনবাগান
১৮ ফেব্রুয়ারি ২০২৩: মোহনবাগান বনাম কেরালা
২৫ ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান

বিগত কয়েক মরসুমে আইএসএলের জনপ্রিয়তা কমায় এবার তা পুরনরুদ্ধারের জন্য কোনও খামতি রাখছে এফএসডিএল কর্তৃপক্ষ। ম্য়াচে দর্শক ফেরানোর জন্য প্রথম সপ্তাহ বাদে কোনও সপ্তাহে শুরুতে খেলা নেই। সব ম্যাচ সপ্তাহ শেষে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত। বেশিরভাগ খেলাই হবে শনি ও রবিবার।
 

Share this article
click me!