আর্থিক অনিয়মে উয়েফার কড়া শাস্তি, ২ বছর চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ ম্যান সিটি

  • এই মরসুমটা মোটেও ভালো যাচ্ছে না ম্যান সিটির
  • সেলিব্রিটি কোচ গুয়ার্দিওয়ালাও রয়েছেন প্রবল আতঙ্কে
  • পরিস্থিতি এতটাই জটিল যে সিঁদূরে মেঘ দেখছেন ফুটবলাররাও
  • এরই মধ্যে কফিনে পেরেক পুঁতে দিল উয়েফার কড়া শাস্তি

ফিনান্সিয়াল রেগুলেশন ভঙ্গ করেছে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। ফুটবল বিশেষজ্ঞরা যা আশঙ্কা করছিল অবশেষে তাই সত্যি হল। অনেক দিন ধরেই হওয়ায় ভাসছিল কথা, যে ফুটবলার সই করানোর সময় কিছু প্রচলিত ফিনান্সিয়াল রেগুলেশন ভঙ্গ করছে সিটি। তার জেরেই এবার ২ মরশুমের জন্য ইউরোপীয়ান প্রতিযোগিতা গুলি থেকে নির্বাসিত করা হল বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও ধার্য করা হয়েছে তাদের জন্য। 

উয়েফার সংগঠিত শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবার নয়, একাধিকবার ম্যানচেস্টার সিটি-কে ক্লাব লাইসেন্সিং-এর সময় নিয়ম ভঙ্গ করতে দেখা গিয়েছে। খরচের সীমাবদ্ধতা সংক্রান্ত উয়েফার যে আইন আছে, যা ধনী এবং তুলনামূলক ছোট ক্লাবগুলির মধ্যে একটি সাম্য বজায় রাখে, সেই নিয়ম বার বার ভেঙেছে ম্যান সিটি ক্লাব ম্যানেজমেন্ট। এ ছাড়াও উয়েফাকে এই ব্যাপারে তদন্তে অসহযোগিতারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। 

Latest Videos

এই সাজা সিটির প্রাপ্য ছিল বলেই মনে করছে উয়েফা। ফিনান্সিয়াল ফেয়ার প্লে রেগুলেশন তৈরি হওয়ার পর থেকে এই জাতীয় অপরাধে এই প্রকার সাজাই প্রদান করে আসছে উয়েফা। কিন্তু এই সিদ্ধান্তর ফলে সমস্যায় পড়বে ক্লাবের খেলোয়াড়, কোচ ও অন্যান্য কর্মীরা। ক্লাব যে সকল খেলোয়াড়দের সই করবে বলে প্রস্তাব দিচ্ছিল এবং যারা বর্তমানে রয়েছে তারা বকেয়া সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে নামতে বাঁধা নেই ম্যান সিটির। সামনে প্রি-কোয়ার্টার ফাইনালে তারা নামতে চলেছে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। কিন্তু পরের দুই মরশুম অর্থাৎ ২০২০-২১ এবং ২০২১-২২ এ চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে পারবেনা সিটি। এই শাস্তির বিরুদ্ধে অবশ্য অ্যাপিল করা যাবে এবং ম্যানচেস্টার সিটি কর্মকর্তারা সেই অ্যাপিল করতেও চলেছেন। এখন দেখার সেই আবেদনে কোনও ফল হয় নাকি পরের দুই মরশুমে ইউরোপীয় কম্পিটিশন গুলি থেকে ব্রাত্যই থেকে যায় সিটি

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর