করোনা কোপে ম্য়ান সিটি তারকা সার্জিও আগুয়ারো, এক সপ্তাহে আক্রান্ত ক্লাবের ১১ জন

  • ইপিএলে অব্যাহত করোনার প্রকোপ
  • এবার করোনা আক্রান্ত হলেন আগুয়ারো
  • আইসোলেশনে রয়েছেন ম্যান সিটি তারকা
  • এক সপ্তাহে ক্লাবে করোনা আক্রান্ত ১১ হল জন
     

করোনা ভাইরাসের থাবা ক্রমশ গ্রাস করছে ইংলিশ প্রিমিয়ার লিগকে। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বায়ো বাবল, কড়া করোনা বিধি নানা নিয়ম জারি করেও মারণ ভাইরাসের প্রকোপ কোনওভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ইপিএল কর্তৃপক্ষ। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা স্ট্রাইকার ও আর্জেন্টাইন তারকা কুন আগুয়ারো। এই খবর সামনে আসার পর থেকেই উদ্বেগ বেড়েছে দলের অন্দরে।

Latest Videos

ক্লাবের আগে নিজেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন ম্য়ান সিটি তারাক কুন আগুয়ারো। জানা গিয়েছে, এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন আর্জেন্টাইন তারকা। সেখান থেকেই সংক্রামিত হয়েছেন তিনি। সোশ্যাব মিডিয়ায় আগুয়ারো জানিয়েছেন,'একজন করোনা সংক্রমিতের সংস্পর্শে এসেছিলাম। কিছু লক্ষণ ছিল, পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।' পরে ম্যাঞ্চেস্টার সিটির তরফ থেকে খবরের সত্য মেনে নেওয়া হয়।

বর্তমানে আইসোলেশনে রয়েছে কুন আগুয়ারো। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছে। কুন আগুয়ারোর করোনা আক্রান্তের হওয়ার খবরে চিন্তা ক্রমশ বাড়ছে ম্যাঞ্চেস্টার সিটির অন্দরে। কারণ চলতি সপ্তাহেই এক নয়, দুই নয়, ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন ক্লাবের। সেই তালিকায় এবার ঢুকে পড়ল আগুয়ারোর নামও। তবে প্রত্যেকেরই শারীরিক অবস্থা নিয়ে কোনও ভয়ের কারণ নেই।

Share this article
click me!

Latest Videos

Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |