• প্রকাশিত চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপ বিন্যাস
• একই গ্রূপে মেসির বার্সা ও রোনাল্ডোর জুভে
• রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ইন্টার মিলান
• গতবারের চ্যাম্পিয়ন বায়ার্নের মুখোমুখি অ্যাটলেটিকো
অনেক দিন পর ফের মুখোমুখি হতে চলেছে সর্বকালের সেরা দুই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। গতকালই প্রকাশিত হয়েছে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২০-২১ এর গ্রূপবিন্যাস। সেই বিন্যাস অনুযায়ী গ্রূপ জি তে রোনাল্ডোর জুভেন্তাস এবং মেসির বার্সেলোনা। তাদের সাথে সাথে গ্রূপে রয়েছে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভ এবং প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়া হাঙ্গেরির ক্লাব ফেরেনসেভারোসি।
গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ ভালো যায়নি রোনাল্ডো, মেসি কারোরই। ঘরের মাঠে রোনাল্ডোর দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও লিওনের বিরুদ্ধে অ্যাওয়ে গোলের গেরোয় পড়ে শেষ ১৬ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল জুভেন্তাসকে। অপরদিকে মেসির বার্সেলোনা নাপোলি বাঁধা টপকে নতুন ফরম্যাটের কোয়ার্টার ফাইনালে পৌঁছে বায়ার্নের কাছে ৮-২ ফলে হেরে নাস্তানাবুদ হয়ে বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে। গোটা টুর্নামেন্টে রোনাল্ডোর গোলসংখ্যা ছিল ৪। মেসি জালে বল জড়াতে পেরেছিলেন ৩ বার। ফলে বলাই বাহুল্য যে তাদের ভক্তরা বেশ হতাশ হয়েছিলেন সেই পারফরম্যান্সে।
যদিও চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি সাক্ষাতে পরিসংখ্যান কথা বলছে মেসির হয়ে। এখনও অবধি চ্যাম্পিয়ন্স লিগে ৫ বার একে অপরের মুখোমুখি হয়েছেন মেসি এবং রোনাল্ডো। তার মধ্যে ২০০৮-০৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সহ ২ বার জিতেছেন মেসি। ২ বার ম্যাচ ড্র হয়েছে। রোনাল্ডোর একমাত্র জয় ২০০৮ সালে ম্যান ইউ জার্সিতে। এবার সেই পরিসংখ্যান খানিকটা উন্নত করার সুযোগ রয়েছে রোনাল্ডোর সামনে। দুই মহাতারকার দলই নতুন ম্যানেজারের হাত ধরে নতুন স্টাইলে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ম্যাচের দিন কে কাকে টেক্কা দেয় তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব।
অন্যান্য গ্রূপগুলির মধ্যে গ্রূপ "এ" তে শীর্ষস্থান নিয়ে লড়াই হবে বায়ার্ন মিউনিখ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে। গ্রূপ "বি" তে রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে তৈরি থাকবে কন্তের ইন্টার। এছাড়া গ্রূপে "এইচ"-এর শীর্ষস্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে।
সম্পূর্ণ গ্রূপ বিন্যাস-
• গ্রূপ এ- বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সলজবার্গ, লোকোমোটিভ মস্কো
• গ্রূপ বি- রিয়াল মাদ্রিদ, শাখতার ডনেস্ক, ইন্টার মিলান, বুরুশিয়া মুনচেনগ্ল্যাডব্যাক
• গ্রূপ সি- পোর্তো, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস, মার্সেই
• গ্রূপ ডি- লিভারপুল, আয়াক্স, আটালান্টা, মিটজিল্যান্ড
• গ্রূপ ই- সেভিয়া, চেলসি, ক্রাসনডার, রেনেস
• গ্রূপ এফ- জেনিট সেন্ট পিটার্সবার্গ, বুরুশিয়া ডর্টমুন্ড, লাজিও, ক্লাব ব্রাগে
• গ্রূপ জি- জুভেন্তাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ, ফেরেনসেভারোসি
• গ্রূপ এইচ- প্যারিস সেন্ট জার্মেইন, ম্যানচেস্টার ইউনাইটেড, আর বি লেপজিগ, ইস্তানবুল বাসাকেসি