গোলের নিরিখে মেসি-রোনাল্ডোর থেকে অনেক এগিয়ে তিনি, জানালেন খোদ 'ফুটবল সম্রাট'

Published : Jan 05, 2021, 08:18 PM IST
গোলের নিরিখে মেসি-রোনাল্ডোর থেকে অনেক এগিয়ে তিনি, জানালেন খোদ 'ফুটবল সম্রাট'

সংক্ষিপ্ত

৭৫৮ তম গোল করে পেলের রেকর্ড ভেঙেছেন রোনাল্ডো একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল স্কোরের রেকর্ড ভেঙেছেন মেসি তবে পেলের কেরিয়ারের মোট গোল সংখ্যা নিয়ে রয়েছে বিতর্ক আসরে নেমে সেই বিতর্ক আরও উস্কে দিলেন খোদ ফুটবল সম্রাট  

নিজের কেরিয়ারে ৭৫৮ তম গোল করে পেলের রেকর্ড ভেঙেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পর্তুগীজ সুপার স্টার। গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন সামনে শুধুই যোশেপ বিকানের ৭৫৯ গোলের টার্গেট। যা পেরোতে মাত্র একধাপ দূরে জুভেন্টাস তারকা। অনন্য নজির গড়ে খুশি আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকা। যদিও পেলের মোট গোল সংখ্যা নিয়ে রয়েছে বিতর্ক।

পেলেকে রোনাল্ডো ছাপিয়ে যেতেই সোশ্যাল মিডিয়া জুড়ে পেলে ভক্তদের ট্রল করতে থাকেন রোনাল্ডো ভক্তরা। যা নিয়ে শুরু হয় বাক যুদ্ধও। এই আবহে এবার খোদ আসরে নামেন খোদ ফুটবল সম্রাট। নিজের ইনস্টাগ্রামের পোস্ট আপডেটে পেলে লিখেছেন,'সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ১২৮৩।' অর্থাৎ তার কেরিয়ারের গোল সংখ্যা ৭৫৭ নয়, ১২৮৩। অর্থাৎ রোনাল্ডো, মেসিদের থেকে এখনও অনেক এগিয় ফুটবল সম্রাট। রোনাল্ডোর পেলেকে ধরতে হলে এখনও ৫০০-র বেশি গোল করতে হবে।

সম্প্রতি পেলের একই ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৩ গোলের রেকর্ড ভাঙেন মেসি। বার্সা তারকাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন খোদ ব্রাজিল তারকা। কিন্তু পেলের পুরোনো ক্লাব স্যান্টোসের পক্ষ থকে জানানো হয় তাদের হয়ে ফ্রেন্ডলি ম্য়াচ ধরলে ১০৯১ গোল করেছেন পেলে। এবার রোনাল্ডোর রেকর্ড ভাঙার পর নিজে আসরে নেমে ব্রাজিলের বিশ্বজয়ী তারকা জানিয়ে দিলেন তিনিই সেরা, তিনিই শ্রেষ্ঠ।
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে গোলমালের যাবতীয় দায় লিওনেল মেসির! এ কী দাবি সুনীল গাভাসকরের
Messi in Kolkata: কী করে মাঠে ঢুকল জলের বোতল? যুবভারতীকাণ্ডে তৈরি হল 'সিট', প্রাথমিক রিপোর্ট পেশ তদন্ত কমিটির