ভোকাল টনিক কোচের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি

  • অনেকটাই সুস্থ পি কে ব্যানার্জি
  • শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি
  • আপাতত ভেন্টিলেশনের বাইরে রাখা হয়েছে তাকে
  • বৃহস্পতিবার সিটি হাসপাতালের তরফ থেকে তাকে আগের চেয়ে সুস্থ ঘোষণা করা হয়েছে

কিংবদন্তি প্রাক্তন ফুটবলার পি কে ব্যানার্জি-র অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। বৃহস্পতিবার ইএম বাইপাসের পাস মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের তরফে তাঁকে আগের চেয়ে অনেকটাই সুস্থ ঘোষণা করা হয়েছে। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন কিংবদন্তি ফুটবল কোচ। তবে সঙ্কট কেটে গিয়েছে এমনটা বলা যাচ্ছে না।

৮৩ বছর বয়সী পিকে ব্যানার্জি অনেক দিন ধরেই শ্বাসকষ্ঠে ভুগছিলেন। তাঁর শরীর খারাপের খবরে চিন্তিত হয়ে পড়ে বাংলার ফুটবল মহল। বাংলার দুই প্রধানেই কোচিং করিয়েছেন তিনি। দুই প্রধানের তরফ থেকেই তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ জানিয়ে খোঁজ নেওয়া হয়। নিজের দীর্ঘদিনের কোচিং জীবনে দুই প্রধানের সঙ্গে সঙ্গে কোচিং করিয়েছেন দেশের ফুটবল দলকেও। দুই প্রধানেই সমান সাফল্যের সাথে কোচিং করিয়েছেন তিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনওদিন ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানে খেলোয়াড়ি জীবন কাটাননি তিনি। খেলোয়াড় জীবনে বেশিরভাগটাই তিনি খেলেছেন ইস্টার্ন রেল-এর হয়ে। 

Latest Videos

নিউমোনিয়া থাকায় শ্বাসকষ্টের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। সঙ্গে যোগ হয়েছিল হৃদরোগের সমস্যা। এই সকল সমস্যায় জেরবার হয়ে তিনি মার্চের ২ তারিখ সোমবার তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। প্রথমে ভেন্টিলেশনে তাঁকে দিতে হয়েছিল। এরপর আবস্থার একটু উন্নতি হওয়াতে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। সারাক্ষণ নজর রাখছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News