আজ সুইডেনের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন রোনাল্ডো, লক্ষ্য শততম গোল

  • পায়ের আঙুলে সংক্রমণের জন্য নেশনস লিগের প্রথম ম্যাচে ছিলেন না রোনাল্ডো
  • নেশনস লিগে আজ পর্তুগালের প্রতিপক্ষ সুইডেন
  • পায়ের সমস্যা কাটিয়ে আজ ফিরতে পারেন রোনাল্ডো
  • তার সামনে লক্ষ্য দেশের হয়ে নিজের শততম গোলটি করার

দেশের জার্সিতে আজ শততম গোলের খোঁজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পায়ের বুড়ো আঙুলের সংক্রমণ কাটিয়ে ইউয়েফা নেশনস লিগের ম্যাচে আজ মাঠে নামতে পারেন ক্রিশ্চিয়ানো। রোনাল্ডো মাঠে নামলে আজ তাঁর দেশের হয়ে শততম গোলটি দেখার অপেক্ষায় থাকবে গোটা ফুটবল বিশ্ব। পায়ের আঙুলের সংক্রমণের কারণে ইউয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সি আর সেভেন মাঠে নামতে পারেননি। কিন্তু গত দু দিন পুরোদমে অনুশীলন করেছেন। তাই আজ দেশের জার্সিতে রোনাল্ডো ফিরতে চলেছেন বলেই মনে করা হচ্ছে।

Latest Videos

রোনাল্ডো না নামলেও নেশনস লিগের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের জয় পেতে অসুবিধে হয়নি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট দলকে পর্তুগাল ৪-১ গোলে হারায়। এরপর লিগের দ্বিতীয় ম্যাচে আজ পর্তুগালের প্রতিপক্ষ সুইডেন। প্রথম ম্যাচে ভালো ফুটবল খেলেও একজন দক্ষ ফিনিশারের এভাবে সুইডেন ০-১ ফলে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ হারে। ফলে একদিকে সুইডেন যেমন আজ রাতের ম্যাচ জিতে লিগ টেবিলে খাতা খুলতে চাইবে, ঠিক তেমনি পর্তুগালের লক্ষ্য হবে আজকের ম্যাচ জিতে পরের মাসে শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের জায়গা দৃঢ় করা। 

পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১৬৪টি ম্যাচ খেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৯৯টি গোল করেছেন। তার ৯৯ তম গোলটি এসেছিল গত বছর নভেম্বরে লুক্সেমবার্গের বিরুদ্ধে। আজ দেশের জার্সিতে শততম গোলটি করার লক্ষ্যে মুখিয়ে রয়েছেন রোনাল্ডো। জাতীয় দলের হয়ে ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য  তার সামনে। এর আগে নজির রয়েছে ইরানের প্রাক্তন স্ট্রাইকার আল আদেই-এর। সেই রেকর্ডটিকে ভেঙে ফেলতে আর ১১ গোল প্রয়োজন রোনাল্ডোর। এর আগে সুইডেনের বিরুদ্ধে শেষবার পর্তুগাল কোনও প্রতিযোগিতামুলক ম্যাচ খেলেছিল ২০১৩। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ওই ম্যাচে জুলাটান ইব্রাহিমোভিচ সমৃদ্ধ সুইডেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ম্যাচ জিতিয়েছিলেন রোনাল্ডো। সেই মাঠেই আজ রাত্রে নতুন ইতিহাস লিখতে পারেন কিনা তার জন্য অপেক্ষা আর কিছুক্ষণের।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলে নেওয়ার জন্য অর্জুন সিং-য়ের উপর চাপ দেওয়া হচ্ছে'- Sukanta Majumdar #shorts #sukantamajumdar
দেখুন সেই মুহূর্ত! অবশেষে খাঁচাবন্দি বাঘিনী জিনাত | Bankura Tiger News | Tigress Zeenat Caged
মেলায় যাওয়ার সময় এইরকম কাণ্ড ঘটবে কেউ ভাবতেই পারেনি! Nadia-এ চাঞ্চল্য | Nadia News Today
Suvendu Adhikari : উড়িষ্যায় গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দুর
'সার্জিক্যাল স্ট্রাইক হবে, না হলে শোধরাবে না মোল্লা ইউনূস' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari