ইবিজায় পার্টি করার খেসারত, করোনা আক্রান্ত পিএসজির নেইমার,দি মারিয়া সহ ৩

Published : Sep 02, 2020, 10:22 PM ISTUpdated : Sep 02, 2020, 10:23 PM IST
ইবিজায় পার্টি করার খেসারত, করোনা আক্রান্ত পিএসজির নেইমার,দি মারিয়া সহ ৩

সংক্ষিপ্ত

ফের ফুটবল বিশ্বে করোনা ভাইরাসের থাবা এবার মারণ ভাইরাসের থাবা পিএসজি শিবিরে করোনা আক্রান্ত দলের তিন জন প্লেয়ার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দলের তরফে  

ফের ফুটবল বিশ্বে করোনার  থাবা। এযাবৎকালের সব থেকে বড় ফুটবল চারকা হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রাজিল ও পিএসজির তারকা ফুটবলার নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের হতাশা ঝেড়ে ফেলতে সতীর্থদের সঙ্গে পার্টি করতে ইবিজায় গিয়েছিলেন নেইমার। সম্ভবত সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার একটি ফরাসি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, করোনায় আক্রান্ত নেইমার। এমনকী আরও দু–তিনজন পিএসজি খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে টিম ম্যানেজমেন্ট। যার মধ্যে রয়েছে কেলর নাভাসের নামও।

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি
Indian Super League: ভারতীয় ফুটবলে এই প্রথম! ১২টি ক্লাব যৌথভাবে আইএসএল আয়োজনের পথে?