ফের ফুটবল বিশ্বে করোনার থাবা। এযাবৎকালের সব থেকে বড় ফুটবল চারকা হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রাজিল ও পিএসজির তারকা ফুটবলার নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের হতাশা ঝেড়ে ফেলতে সতীর্থদের সঙ্গে পার্টি করতে ইবিজায় গিয়েছিলেন নেইমার। সম্ভবত সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার একটি ফরাসি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, করোনায় আক্রান্ত নেইমার। এমনকী আরও দু–তিনজন পিএসজি খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে টিম ম্যানেজমেন্ট। যার মধ্যে রয়েছে কেলর নাভাসের নামও।