মরশুমে নিজেদের প্রথম জয় পেল জিদানের রিয়াল মাদ্রিদ

Published : Sep 28, 2020, 10:14 AM IST
মরশুমে নিজেদের প্রথম জয় পেল জিদানের রিয়াল মাদ্রিদ

সংক্ষিপ্ত

• মরশুমের প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ • গতকাল রাতে তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস • ৩-২ ফলে হাড্ডাহাড্ডি ম্যাচে তাদেরকে হারালো রিয়াল • পরের ম্যাচে রিয়াল ভালোদলিদের মুখোমুখি হবেন বেনজেমারা

মরশুমের শুরুর ম্যাচে জয় হাতছাড়া হয়েছিল সার্জিও র‍্যামোসদের। বা বলা ভালো লিগ চ্যাম্পিয়নরা গত ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করে কোনক্রমে হার বাঁচায়। থিবো কর্তুয়ার অসাধারণ গোলকিপিং সেদিন বাঁচিয়ে দিয়েছিল জিনেদিন জিদানের দলকে। কাল রাতে লিগের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস।  নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় নিয়ে লিগ টেবিলে ভালো জায়গায় ছিল তারা। কাল রাতে সেই রিয়াল বেতিসের বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে ৩-২ ফলে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

বেতিসের মাঠে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথাতেই বল জালে জড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। যদিও অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়। তারপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। প্রথম গোলের জন্য অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালের। ম্যাচের ১৪ মিনিটে বক্সের ভেতর বেনজেমার বাড়ানো বল জালে জড়ান উরুগুয়ের মিডফিল্ডার ফেডে ভালভার্দে। কিন্তু ম্যাচের ৩৫ মিনিটে রিয়াল রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে মেন্ডির গোলে সমতায় ফেরে বেতিস। মেন্ডির গোলের দু-মিনিট পরই পর্তুগালের উইলিয়াম কারভালহো ব্যবধান দ্বিগুণ করেন। 

দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে ৪৯ মিনিটে নিজেদের জালে বল ঢুকিয়ে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান বেতিসের এমারসন। ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ডের দেখে মাঠ ছেড়ে দলকে আরও একবার ডুবিয়ে দিয়ে যান এমারসন। দশজনের রিয়াল বেতিসকে পেয়ে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮২ মিনিটে ভিএআর-এর সহায়তায় পেনাল্টির পায় মাদ্রিদ। রিয়াল অধিনায়ক সার্জিও র‍্যামোস ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলের লিগ মরশুমে প্রথম জয় ও তিন পয়েন্ট নিশ্চিত করে দেন এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত ৮ মিনিট যোগ হলেও তাতে ম্যাচের স্কোরকার্ডে কোনও প্রভাব পড়েনি।

PREV
click me!

Recommended Stories

ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬: ম্যাঞ্চেস্টার সিটিকে উড়িয়ে চমক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
FIFA World Cup 2026: ট্রাম্পের ভিসা নীতির প্রভাবে বিশ্বকাপে নেই ব্রাজিল সমর্থকরা? উদ্বেগ চরমে