মরশুমে নিজেদের প্রথম জয় পেল জিদানের রিয়াল মাদ্রিদ

• মরশুমের প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ
• গতকাল রাতে তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস
• ৩-২ ফলে হাড্ডাহাড্ডি ম্যাচে তাদেরকে হারালো রিয়াল
• পরের ম্যাচে রিয়াল ভালোদলিদের মুখোমুখি হবেন বেনজেমারা

মরশুমের শুরুর ম্যাচে জয় হাতছাড়া হয়েছিল সার্জিও র‍্যামোসদের। বা বলা ভালো লিগ চ্যাম্পিয়নরা গত ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করে কোনক্রমে হার বাঁচায়। থিবো কর্তুয়ার অসাধারণ গোলকিপিং সেদিন বাঁচিয়ে দিয়েছিল জিনেদিন জিদানের দলকে। কাল রাতে লিগের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস।  নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় নিয়ে লিগ টেবিলে ভালো জায়গায় ছিল তারা। কাল রাতে সেই রিয়াল বেতিসের বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে ৩-২ ফলে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

Latest Videos

বেতিসের মাঠে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথাতেই বল জালে জড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। যদিও অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়। তারপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। প্রথম গোলের জন্য অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালের। ম্যাচের ১৪ মিনিটে বক্সের ভেতর বেনজেমার বাড়ানো বল জালে জড়ান উরুগুয়ের মিডফিল্ডার ফেডে ভালভার্দে। কিন্তু ম্যাচের ৩৫ মিনিটে রিয়াল রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে মেন্ডির গোলে সমতায় ফেরে বেতিস। মেন্ডির গোলের দু-মিনিট পরই পর্তুগালের উইলিয়াম কারভালহো ব্যবধান দ্বিগুণ করেন। 

দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে ৪৯ মিনিটে নিজেদের জালে বল ঢুকিয়ে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান বেতিসের এমারসন। ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ডের দেখে মাঠ ছেড়ে দলকে আরও একবার ডুবিয়ে দিয়ে যান এমারসন। দশজনের রিয়াল বেতিসকে পেয়ে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮২ মিনিটে ভিএআর-এর সহায়তায় পেনাল্টির পায় মাদ্রিদ। রিয়াল অধিনায়ক সার্জিও র‍্যামোস ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলের লিগ মরশুমে প্রথম জয় ও তিন পয়েন্ট নিশ্চিত করে দেন এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত ৮ মিনিট যোগ হলেও তাতে ম্যাচের স্কোরকার্ডে কোনও প্রভাব পড়েনি।

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর