এএফসি কাপের প্রস্তুতি ম্যাচে ধাক্কা, বাংলা সন্তোষ ট্রফি দলের কাছে হার এটিকে মোহনবাগানের

এএফসি কাপের ম্য়াচের আগে এটিকে মোহনাগানকে হারাল (ATK Mohun Bagan) বাংলা (Bengal)সন্তোষ ট্রফি (Santosh Trophy) রানার্সআপ দল। ম্যাচের একমাত্র গোলটি করেন তুহিন দাস। ফাইনাল হারের পর দলের ছেলেদের এমন ফুটবল দেখে খুশি বাংলা কোচ রঞ্জন ভট্টাচার্য।
 

এটিকে মোহনবাগানকে হারাল বাংলার সন্তোষ ট্রফি দল। অবাক লাগলেও এটাই সত্যি। সন্তোষ ট্রফির ফাইনালে দুরন্ত খেলেও টাইব্রেকারে কেরালার কাছে হারতে হয়েছিল কোচ রঞ্জন ভট্টাচার্যের বাংলা দলকে। ১১৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ট্রফি না জেতার আক্ষেপ এখনও রয়ে গিয়েছে ফুটবলারদের মধ্যে। এই পরিস্থিতিতে রাজ্যে ফেরার  দুদিনের মধ্যেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে অনুশীলন ম্য়াচ খেলতে নেমেছিল বাংলার ছেলেরা। ফাইনাল হারের ক্ষত এখনও দগদগে থাকলেও এটিকে মোহনবাগানের মত শক্তিশালী দলের বিরুদ্ধে আরও একবার নিজেদের সেরাটা উজার করে দিল। যুবভারতীর প্র্যাকটিস মাঠে বাংলার কাছে ১-০ গোলে হেরে গেল এটিকে মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলটি করেন তুহিন দাস। ফাইনাল হারের পর দলের ছেলেদের এমন ফুটবল দেখে খুশি বাংলা কোচও।

Latest Videos

অপরদিকে সামনেই রয়েছে এএফসি কাপের ম্য়াচ। তার আগে দুটি প্র্যাকটিস ম্য়াচ চেয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তারমধ্যে নিজেই সন্তোষ ট্রফি খেলা বাংলা দলের বিরুদ্ধে খেলার প্রস্তাব রেখেছিলেন। রাজি হয়ে যায় আইএফএও। আর সেই ম্য়াচেই জনি কাউকো, হুগো বুমোস, লিস্টন কোলাসো সমৃদ্ধি সবুজ-মেরুণ ব্রিগেডকে হারিয়ে চমক দিল বাংলা দল। বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলের অবস্থা বুঝে নিতে চেয়েছিলেন স্প্যানিশ কোচ ৷ সেই লক্ষ্যে দলগঠন থেকে ফুটবলার পরিবর্তন সবেতেই ছিল পরীক্ষা নিরীক্ষার ছাপ ৷ এটিকে মোহনবাগানের গোলরক্ষক বাংলা দলের হয়ে গোলরক্ষার দায়িত্ব সামলান ৷ প্রীতম কোটালকে স্ট্রাইকার হিসেবে খেলান সবুজ-মেরুন কোচ ৷ প্রথমার্ধে জনি কাউকো ছাড়া কোনও বিদেশিকে রাখেননি তিনি ৷ কিন্তু বাংলার ছেলেদের ফুটবল মুগ্ধ করে জুয়ান ফেরান্দোকেও।

পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে একের পর এক পরিবর্তন করেন ফেরান্দো। নিজের দলের তারকা ফুটবলারদের একে নামান তিনি। হুগো বুমোস, লিস্টন কোলাসোরা নেমেও দলরে সমতায় ফেরাতে ব্যর্থ হন। বাংলা দলের এমন লড়াকু ফুটবল কুর্নিশ আদায় করে নেয় সকলের। সন্তোষ ট্রফি ফাইনালে হারের পর এই জয় বাংলা দলকে অনেকটা চাঙ্গা করবে ও আত্মবিশ্বাস বাড়াবে বলেই বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। ম্যাচ শেষে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য বলেন, 'আমাদের ক্ষমতা আমরা আজ দেখিয়ে দিয়েছি। এটিকে মোহনবাগানের মতো তারকাখচিত দলের বিরুদ্ধেও ছেলেরা ঘাবড়ে যায়নি। প্রস্তুতি ম্যাচ হলেও এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।' এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে জয় ফুটবলারদের আগামী দিনে ভাল খেলতে উদ্বুদ্ধ করবে বলে জানান রঞ্জন ভট্টাচার্য ৷ বুধবার ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচ খেলবে  এটিকে মোহনাগান। 

আরও পড়ুনঃদশম শ্রেণীতে প্রেম, বাড়ির অমতে বিয়ে, মহম্মদ শামিকে বিয়ের আগে কে ছিল হাসিন জাহানের প্রথম বর

আরও পড়ুনঃম্যাচের আগের রাতে কতবার সেক্স করেন ডেভিড ওয়ার্নার, জবাব দিয়েছিলেন অজি তারকার বউ

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury