মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল, ম্য়াচের আগে জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

Published : Dec 01, 2020, 03:05 PM IST
মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল, ম্য়াচের আগে জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

সংক্ষিপ্ত

আজ ফের মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল প্রতিপক্ষ সের্খিয়ো লোবেরার মুম্বই সিটি এফসি  মুম্বইকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া রবি ফাউলার দুই দলের সম্ভাব্য একাদশে হতে পারে পরিবর্তন  

চিরপ্রতীদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি হার দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া রবি ফাউলারের দল। প্রথম ম্যাচের ভুল ত্রুটি যতটা সম্ভব শুধরে মুম্বই বধের ছক কষছেন লাল-হলুদ কোচ। দলে বেশকিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন ফাউলার। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে নিজের রণনীতিও পাল্টাবেন ফাউলার তা বলাই যায়। এক নজরে দেখে নিন মুম্বইয়ের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ।

অপরদিকে লিগে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে মুম্বই সিটি এফসি। একটি ম্যাচে জয় ও একটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে সের্খিয়ো লোবেরার দলকে। তাই এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতে লিগ টেবিলের উপরে উঠে আসতে মরিয়া ফন্ড্রে, বউমাস, গোডার্ডরা। মূলত পাসিং ফুটবল খেলেই বিপভকে নাস্তানাবুদ করার মন্ত্রে বিশ্বাসী মুম্বইয়ের স্প্যানিশ কোচ। মাঝমাঠ ও রক্ষণের কিছু সমস্যা শুধরে নিয়েই রবি ফাউলারের দলকে মাত দিতে চাইছে মুম্বই সিটি এফসি কোচ ও প্লেয়াররা। এক নজরে দেখে নেওয়া যাক মুম্বই সিটি এপসির সম্ভাব্য একাদশ।

PREV
click me!

Recommended Stories

Messi in India: মেসির সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বাদ যুবভারতী, শুধু রইল মূর্তি উন্মোচন! বাকিটা হায়দ্রাবাদ, মুম্বই এবং দিল্লী
Messi in India: আম্বানি পরিবারের ‘বনতারা’ ঘুরে সফর শেষ করলেন মেসি, মঙ্গলবার ভারত ছাড়লেন বাকি দুই সতীর্থও