টিভি চ্যানেল থেকে অনলাইন, জেনে নিন ভারতে কোথায় দেখা যাবে কোপা আমেরিকার খেলা

  • সব জট কাটিয়ে ব্রাজিলে বসছে কোপার আসর
  • ব্রাজিল-ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে শুরু হবে কোপা
  • দ্বিতীয় দিন চিলির বিরুদ্ধে ম্যাচে নামবে আর্জেন্টিনা
  • জেনে কোন চ্যানেল ও অনলাইনে কোথায় দেখা যাবে খেলা
     

Sudip Paul | Published : Jun 12, 2021 1:37 PM IST

অবশেষে কোপা আমেরিকা নিয়ে কেটেছে জট। ব্রাজিলেরই বসতে চলেছে লাতিন আমেরিকার ফুটবল সেরা হওয়ার প্রতিযোগিতা। গতবছর এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়। কিন্তু করোনা অতিমারীর কারণে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় কোপা। এবারও প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব ছিল কলোম্বিয়া ও আর্জেন্টিনার উপর। কিন্তু শেষ পর্যন্ত করোনার কারণে সেখানে প্রতিযোগিতা করার ঝুঁকি নেয়নি কনমেবল। ব্রাজিলেও সমস্যা তৈরি হলেও, অবশেষে আদালতের রায়ে সাম্বার দেশেই  শুরু হচ্ছে কোপার লড়াই।

কোপার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম ভেনেজুয়েলা। দ্বিতীয় দিনে চিলির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে মেসির আর্জেন্টিনা। কিন্তু কোপা আমেরিকা টিভিতে কোন চ্যানেলে দেখা যাবে তা নিয়ে রয়েছে কৌতুহল। টিভিতে সোনি টেন এবং সোনি এইচডি চ্যানেলে দেখা যাবে প্রতিটি ম্যাচ। ভারতে পাঁচটি ভাষায় কোপার ম্যাচ সম্প্রচারিত হবে- ইংরেজি, বাংলা, তামিল, তেলুগু এবং মালয়ালম। এছাড়া অনলাইনে  লাইভ স্ট্রিমিংয়ের জন্য সাবস্ক্রাইব করতে হবে সোনি  অ্যাপ। সেখানে সব ম্যাচ দেখা যাবে সরাসরি।

ভারত ছাড়া বাকি বিশ্বে যে চ্যানেলগুলিতে কোপা আমেরিকার ম্যাচ দেখা যাবে সেগুলি হল, অস্ট্রেলিয়ায় অপটাস স্পোর্টস, কানাডায় ইউনিভিশন কানাডা, চিনে পিপি স্পোর্টস, পাকিস্তানে টেন স্পোর্টস, মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভিশন, ফক্স, গালাভিশন, ইংল্যান্ডে বিবিসি ওমধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বেইন স্পোর্টস।

Share this article
click me!