উয়েফা নেশনস লিগে (UEFA Nations League 2022) নিষ্ফলাভাবে শেষ হল ২টি বড় ম্যাচ। ইংল্য়ান্ড বনাম ইতালি (England vs Italy) ম্য়াচ গোলশূন্য ড্র। ২-২ গোলে ড্র হল নেদারল্য়ান্ডস বনাম পোল্যান্ড (Netherlands vs Poland) ম্য়াচ।
জমে উঠেছে উয়েফা নেশনস লিগের খেলা। এখনও পর্যন্ত বড় দলগুলির মধ্যে কয়েকটি বাদে কোনও দলউ তাদের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেনি। অপেক্ষাকৃত ছোটদল গুলি ভালো পারফর্ম করছে। বড়দলগুলির বিরুদ্ধে টক্কর দেওয়ার পাশাপাশি বেশিরভাগ ম্যাচ ড্র বা জয়ের হাসিও হাসছে ছোটদলগুলি। রবিবার এক গুচ্ছ খেলা ছিল নেশনস লিগের। সেখানে প্রথমে চারটি বাম করা দল একে অপরের মুখোমুখি হয়েছিল। দুটি ম্যাচই শেষ হয় ড্র দিয়ে। ইংল্য়ান্ড বনাম ইতালি ম্য়াচ ঘিরে ফুটবল প্রেমিদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই ম্য়াচ শেষ হয় গোলশূন্যভাবে। অপরদিকে মখোমুখি হয়েছিল নেদারল্য়ান্ডস ও পোল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই ম্যাচ শেষ হয় ২-২ গোলের সমতাতে।
ইংল্য়ান্ড বনাম ইতালি-
ইংল্যান্ড বনাম ইতালি ম্য়াচ ছিল গত ইউরো কাপের ফাইনালের পুনরাবৃত্তি। যেই ম্যাচ জিতে বদলা নেওয়ার সুযোগ ছিল হ্য়ারি কেনদের কাছে। কিন্তু সে আশা পূরণ হয়নি। ম্য়াচে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন ইংল্যান্ড কোচ গ্য়ারেথ সাউথগেট। অপরদিকে ইতালির কোচ রবের্তো মানচিনি দল সাজিয়েছিলেন ৪-৩-৩ ছকে। ম্য়াচে ইতালির থেকে দাপট দেখিয়ে খেলে ইংল্যান্ডই। বল পজিসন, পাস, শট, গোলমুখী শট সকিছুই বেশি ছিল সাউথগেটের দলের। কিন্তু কাজের কাজটা করে উঠতে পারেননি রাহিম স্টার্লিং, হ্যারি কেন, ম্য়াসন মাউন্ট, আব্রাহামরা। ম্য়াচের দুই অর্ধ মিলে ইংল্যান্ড একাধিক গোলমুখী আক্রমণ গড়ে তুলেছিল। গোটা ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ইতালিও গোল আসেনি। ১ পয়েন্ট আর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ড ও ইতালি দুই দলকে।
আরও পড়ুনঃযুবভারতীতে রুদ্ধশ্বাস জয় ভারতের, শেষ মুহূর্তের গোলে আফগানদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়
আরও পড়ুনঃএবার অভিনয় জগতে অভিষেক হতে চলেছে মেসির, প্রথম ঝলক ভাইরাল নেট দুনিয়ায়
নেদারল্য়ান্ড বনাম পোল্য়ান্ড-
অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াই হয় নেদারল্য়ান্ড বনাম পোল্য়ান্ডের মধ্যে। ম্য়াচের দুই দল মিলে চারটি গোল করলেও ফলাফল এল না। ম্য়াচে এক সময় ২ গোলে এগিয়ে গিয়েছিল পোল্য়ান্ড। পরে দুটি গোল শোধ করে ম্য়াচ সমতায় শেষ করে নেদারল্য়ান্ডস। ম্য়াচের ১৮ মিনিটে গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন ম্যাটি ক্য়াশ। এছাড়া প্রথমার্ধে দুই দল একাধিক গোল করার সুযোগ পেয়েছিল দুই দল। কিন্তু গোলের মুখ খোলেনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পোল্য়ান্ড। ম্য়াচের দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে গোল করে পোল্যান্ডের পক্ষে ব্যবধান ২-০ করেন পিওটর জিইলিনস্কি। কিন্তু ২ মিনিটের মধ্যেই ম্য়াচের ৫১ মিনিটে গোল করে নেদারল্যান্ডের হয়ে সমতা ফেরান ডেভি ক্লাসেন। ৫৪ মিনিটে গোল করে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডেম্ফ্রিশ। এরপর ম্য়াচে দুই দল একাধিক গোলের সুযোগ তৈরি করলও আর গোল আসেনি। ২-২ সমতাতেই শেষ হয় ম্য়াচ।