মারাদোনার পর পাওলো রোসি, ফুটবল বিশ্বে আরও এক নক্ষত্র পতন

Published : Dec 10, 2020, 02:13 PM IST
মারাদোনার পর পাওলো রোসি, ফুটবল বিশ্বে আরও এক নক্ষত্র পতন

সংক্ষিপ্ত

ফুটবল বিশ্বে আরও এক নক্ষত্র পতন প্রয়াত হলেন ইতালির পাওলো রোসি ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক তিনি রোসির প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব  

ফুটবল বিশ্বে ফের এক নক্ষত্র পতন। চলে গেলেন আরও এক বিশ্বকাপ জয়ী ফুটবলার। কিংবদন্তী দিয়াগো মারাদোনার প্রয়াণের ১৫ দিনের মধ্যে প্রয়াত হলেন ইতালির বিশ্বকাপ জয়ী কিংবদন্তী ফুটবলার পাওলো রোসি। মৃত্যুকালে ইতালি তথা বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার পাওলো রোসির বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রোসির প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।

বৃহস্পতিবার সকালে প্রয়াত হন পাওলো রোসি। ইতালির এক টেলিভিশন চ্যালেন পাওলো রোসির মৃত্যুর খবর নিশ্চিৎ করেন।  সম্প্রতি এই চ্যানেলের হয়েই ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন তিনি। প্রয়াত কিংবদন্তীর স্ত্রী জানিয়েছেন,'দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পাওলো রোসি। চিকিৎসাও চলছিল তাঁর। বিগত কয়েক দিনে অবস্থার অবনতি হচ্ছিলো। চিকিৎসকরা শেষ চেষ্টা করেও সফল হননি। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী ফুটবলার।' 

১৯৫৬ সালের ২৩ ডিসেম্বর জন্ম এই কিংবদন্তি ফুটবলারের। রোসি দেশের হয়ে ৪৮টি ম্যাচে ২০টি গোল করেছেন। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১৪ ম্য়াচে ৯ গোল। জুভেন্টাস এবং এসি মিলানের প্রাক্তন এই স্ট্রাইকার নিজের ক্লাব কেরিয়ারে ৩৩৮টি ম্যাচে ১৩৪টি গোল করেছেন রোসি। ১৯৮২ বিশ্বকাপে রোসি দুরন্ত পারফরমেন্সের সৌজন্যেই বিশ্বজয় করেছিল ইতালি। প্রতিযোগিতায় ৬টি গোল করার পাশাপাশি বিশ্বকাপ, সোনার বুট, সোনার বলে জেতার নজির গড়েছিলেন রোসি। জিতেছিলেন ব্যালন ডি অরও। রোসির মৃত্যুতে শোক প্রকাশ ইতালি তথা ফুবল বিশ্বের একাধিক প্লেয়ারের।

PREV
click me!

Recommended Stories

সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল
Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি